লাইফস্টাইল

প্রথম পরিচয়েই কোনো মানুষের সঙ্গে কতটা খোলামেলা কথা বলা উচিত?জেনে নিন

আমাদের গুরুজনরা সবসময় বলে থেকে অচেনা বা অল্প পরিচিত কোনো মানুষের সাথে বেশি মিশতে বা কথা বলতে না।তবে এখন সমাজে চলতে গেলে,চাকরি বা ব্যবসায়ী বিভিন্ন ক্ষেত্রেই আমাদের নতুন কোনো মানুষের সাথে পরিচয় হয়ে যায় বা প্রয়োজনের তাগিদে মিশতেও হয়।

তবে এমন অনেক মানুষ রয়েছে যারা কোনো অচেনা মানুষকে সহজেই কাছের করে নেয় এবং অল্পতেই মিশে যায়।আবার অনেকেই অচেনা কারো সাথে সহজে কথা বলতে চান না।যারা অল্পতেই মিশে যায় তারা অনেকের কাছে বাচাল হয়ে যান।তাই কথা বলার সময় বুঝতে হবে আপনি যার সাথে এত কথা বলছেন সে আপনাকে বিরক্ত মনে করছে নাতো।

আবার শুধু কথা বলার সময় নিজের কথাই বলতে থাকবেন না।বিপরীত জনের কথাও শুনুন।নাহলে তার কাছে আপনার গুরুত্ব থাকবে না।তাই প্রথম পরিচয়ে একজন মানুষের সঙ্গে আলাপের প্রথম ধাপে কী বলছি, তা যেমন চিন্তা করে বলা উচিত। তেমনি কৌতূহলী হয়ে প্রশ্ন করার ক্ষেত্রে সচেতন থাকতে হবে, কাউকে বিব্রত করছি না তো?

Back to top button