নয়নতারা ফুঁলে সেরে যাবে অনেক রোগ, জেনেনিন বিস্তারিত

এই ফুলের নাম যতটা সুন্দর, তেমনই এই ফুলের রং অদ্ভুত।এই ফুলের আকার অনেকটা গোলাকার।এই ফুল নানান রঙের হয়ে থাকে।যেমন গোলাপি, সাদা ও হালকা নীল।এটি যেমন দেখতে সুন্দর তেমনই এই গাছটি ও এর ফুলে রয়েছে নানা ঔষধি গুন্।তাহলে জানা যাক এর উপকারিতা বিষয়ে:-
> আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে আপনি নিঃসন্দেহে এই ফুলটি ব্যবহার করতে পারেন।এটি ডায়াবেটিসকে সহজেই দূর করে দেয়।এক্ষেত্রে আপনি কাঁচা অবস্থায় ২গ্রাম ও শুকনো অবস্থায় ১গ্রাম নিয়ে রাতে সবার আগে জলে ভিজিয়ে রাখুন।এরপর সকালে ঘুম থেকে উঠে খালি পেতে পান করুন।
> এই ফুল, পাতা ও এই গাছের শিকড় দিয়ে আপনার বাতের ব্যথা ও জয়েন্টের ব্যথা সহজেই দূর হয়ে যাবে।
> যাদের স্মৃতিশক্তি বাকি খুবই কম, তারা এই গাছের পাতা শিকড় ও ফুল দুই কাপ জলে ফুটিয়ে নিয়ে টানা একসপ্তাহ পান করুন দেখেবেন আপনার স্মরণশক্তি বৃদ্ধি পাবে।
> কৃমি থেকে মুক্তি পেতে এই গাছের পাতা, ফুল ও শিকড় টানা ১-২ সপ্তাহ খান দেখেবেন আপনি কৃমি ঠেকলে সহজেই মুক্তি পেয়ে গেছেন।
> এটি ক্যান্সার প্রতিরোধক হিসেবেও ব্যবহার হয়ে থাকে।এই গাছটি বর্তমানে নানান কোম্পানি ক্যান্সার প্রতিরোধক ঔষধ হিসেবে ব্যবহার করছে।