নতুন মায়েদের ভুলেও বলবেন না এসব কথা, জেনেনিন কেন
একজন নারীর সবচেয়ে সুখের মুহূর্ত হলো মা হওয়া। এই সময় সদ্য মা হওয়া নারীরা বেশ আনন্দে থাকলেও একটা ভয় থাকে তাদের মধ্যে। তাই বলছি, সদ্য মা হওয়া নারীদের সামনে ভুলেও কখনো বলবেন না এসব কথা। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন কথাগুলো নতুন মায়েদের ভুলেও বলা উচিত নয়-
১- নতুন মায়েদের সামনে কখনোই তার সন্তান নিয়ে আলোচনা করবেন না। যেমন ধরুন, বাচ্চাটি দেখতে সুন্দর হয়নি, বাচ্চাটি কালো বা ফর্সা হয়েছে, বাচ্চার ওজন কম হয়েছে। এসব কথা বলবেন না। কারণ, এর ফলে মায়ের মনে আঘাত লাগতে পারে।
২-একজন নতুন মা সন্তান মানুষ করতে একটু আট্টু ভুল করতেই পারে। তাই বলে সেই ভুলটা সবসময় চোখে আঙ্গুল দিয়ে দেখানো ঠিক নয়, এতে নতুন মায়েদের খারাপ লাগে।
৩-সন্তানের কখন খিদে পায় এটা একজন মা খুব ভালো করে বোঝেন।তাই অযথা একজন মায়ের সামনে এসে বারবার সন্তানের খাওয়ার কথা বলবেন না। এতে মায়েরা বিরক্ত হতে পারেন।