লাইফস্টাইল

দাদ থেকে মুক্তির উপায় অবশ্যই জেনে রাখুন

ত্বকের একটি মারাত্মক সমস্যা হলো দাদ।এটি একটি ফাঙ্গাসজনিত একটি সংক্রমণপ্রবণ রোগ।সব বয়সের মানুষই এই রোগে আক্রান্ত হতে পারে।তবে এই রোগ গরম ও ঘামপ্রবণ দেশে বেশি দেখা যায়।এবং এই রোগ খুব ছোয়াচে ।

এই রোগ শরীরের সব স্থানে দেখা দিলেও হাত, পা, বগল, কুচকি এবং কোমর আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা যায়।মাথা এবং কুচকিতে প্রায় একই ধরনের ফাঙ্গাসের মাধ্যমে আক্রান্ত হতে পারে। তবে এই রোগের আসল কারণ হলো ডারমাটোফাইট গোত্রের ফাঙ্গাস।

মুক্তির উপায়:দাদ হলে মনে রাখতে হবে,খুব পরিষ্কার পরিছন্ন থাকতে হবে।অন্যের ব্যবহার করা সামগ্রী এড়িয়ে চলুন; খোলামেলা, পরিষ্কার এবং তুলনামূলক ঠান্ডা স্থানে বসবাস করুন; ঘাম তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলুন; টাইট ফিটিং পোশাক ব্যবহার থেকে বিরত থাকুন; পোষ্য-প্রাণীর সংস্পর্শে আসার পর হাত ধুয়ে ফেলতে হবে।এর চিকিৎসা সহজ হলেও নিরাময় হতে অনেক সময় লাগে।

Back to top button