ত্বকের সব ক্লান্তি দূর হবে বিশেষ এই ফেসিয়াল মিস্টে!
তকালের আবহাওয়া চেহারায় রুক্ষতা এনে দেয়। এ সময় ক্লান্ত দেখায় বেশিরভাগ মানুষকে। চেহারা থেকে ক্লান্তি দূর করে সতেজ ভাব আনার উপায় কী? খুব সহজ কিছু উপাদানের মাধ্যমে তৈরি করতে পারেন বিশেষ ফেসিয়াল মিস্ট। যা স্প্রে করলে মুহূর্তেই চেহারার সতেজতা ফিরে আসবে।
যা যা প্রয়োজন- জল, পুদিনা পাতা, গোলাপের পাপড়ি, লেবুর রস, লবঙ্গ তেল।
যেভাবে তৈরি করবেন- একটি পাত্রে তিন কাপ জলদিয়ে এতে আধা কাপ পুদিনা পাতা দিন। ফুটে উঠলে চুলা বন্ধ করে ঠান্ডা করে নিন। ঠান্ডা হলে এতে একমুঠো গোলাপের পাপড়ি দিয়ে আবার ১৫ মিনিট ফোটান।
জলশুকিয়ে অর্ধেক হলে নামিয়ে আবার ঠান্ডা করুন। ছাঁকনির সাহায্যে স্প্রে বোতলে এই মিশ্রণ ঢেলে নিন। এর সঙ্গে মেশান আধা চামচ লেবুর রস আর কয়েক ফোঁটা লবঙ্গ তেল। ভালো করে ঝাঁকিয়ে নিন।
ব্যস, ফেসিয়াল মিস্ট তৈরি। ক্লান্তি লাগলে এটি মুখে স্প্রে করুন আর চটজলদি পান সতেজ ত্বক।