লাইফস্টাইল

ত্বকের ফাটা দাগ কীভাবে দূর হবে? জেনেনিন সহজ উপায়

বহু কারণে শরীরের বিভিন্ন স্থানের ত্বকে ফাটা দাগ দেখা দিতে পারে।তবে প্রথমেই জেনে রাখা প্রয়োজন, ত্বকের ফাটা দাগ কখনোই পুরোপুরি দূর হয় না। কারণ একটি স্থানের চামড়া প্রয়োজনের তুলনায় বেশি প্রসারিত হওয়ায় ত্বকের উপরিভাগে ফাটা দাগ তৈরি হয়। এই দাগ সম্পূর্ণভাবে দূর না হলেও কিছু প্রাকৃতিক উপাদানের ঘরোয়া ব্যবহার ফাটা দাগকে অনেকখানি কমিয়ে আনতে ও হালকা করতে সাহায্য করবে। আসুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক কি কি উপায়ে অল্প হলেও দূর হবে ফাটা দাগ-

১-অ্যালোভেরা
ত্বক ও চুলের জন্য যে অ্যালোভেরা বেশ উপকারী তা হয়তো আপনার অজানা নয়। কিন্তু জানেন কি এটি কিন্তু ফাটা দাগ কমাতেও সাহায্য করে।এই পাতার রস আপনি আপনার শরীরের ফাটা দাগের উপরে দিয়ে ১০থেকে১৫মিনিট ম্যাসাজ করুন। তারপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন।

২-শসা ও লেবুর রসের মিশ্রণ
প্রাকৃতিকভাবেই লেবুর রসে থাকা অ্যাসিডিক উপাদান ত্বকের ফাটা দাগকে কমিয়ে আনতে এবং শসার রসের আরামদায়ক অনুভূতি ত্বকে প্রশান্তি এনে দিতে কাজ করে।শশা ও লেবুর রস মিশিয়ে আপনি আপনার ফাটা দাগে ম্যাসাজ করুন। তারপর ধুয়ে ফেলুন। দেখবেন খানিকটা কমে গেছে।

৩-ডিমের সাদা অংশ ও অলিভ অয়েল
ডিমের সাদা অংশে রয়েছে অ্যামিনো অ্যাসিড ও প্রোটিন। যা ত্বকের ফাটা দাগকে কমিয়ে আনতে কাজ করে। অন্যদিকে অলিভ অয়েল ত্বককে তার স্বাভাবিক আর্দ্রতা প্রদান করে কোমল রাখে। যা ফাটা স্থানের ফাটাভাব প্রসারিত হওয়া রোধ করে। ব্যবহার করবেন কিভাবে জেনেনিন? প্রথমে দুইটি ডিমের সাদা অংশ আপনি আপনার ফাটা দাগের ওপর দিয়ে ভালো করে ম্যাসাজ করুন তারপর ঠান্ডা জোলী ধুয়ে ফেলে আবার এমনি হাত দিয়ে হালকা করে ম্যাসাজ করুন।

Back to top button