লাইফস্টাইল

জেনেনিন যেসব ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলেও জীবাণু মরে না

দুই আড়াই মাস ধরে লকডাউনের ফলে সবাই বাড়িতেই রয়েছেন এবং একটু পর পর সাবান দিয়ে ভালো করে হাত মুখ ধুয়েছে।তবে এবার অনেকেই বাইরে বেরিয়ে কাজ করছেন এই পরিস্থিতিতেই।যার ফলে হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে বের হচ্ছেন।তবে সব জায়গাতেই কি হ্যান্ড স্যানিটাইজার কার্যকরী? মোটেও না।

১-অতিরিক্ত স্যানিটাইজার হাতে দিলে এতে ভাইরাস দূর হবে ঠিকই কিন্তু শরীরের মারাত্মক ক্ষতি করবে।শরীরের জন্য উপকারী বিভিন্ন মাইক্রোবায়োমও ধ্বংস করে।

২-এমনকি কিছু কিছু ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ভাইরাস দমনে কাজ করে না। হাতে লেগে থাকা দৃশ্যমান ময়লা যেমন- কাদা, ধুলা, তেল-কালি ইত্যাদি বিভিন্ন উপাদানের বিরুদ্ধে অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার অকার্যকর।

৩-যখন করে ঘর পরিষ্কার করবেন, বা খেলাধুলা তারপর স্যানিটাইজার নয় বরং সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন ।

৪-এই সময় সামাজিক দূরত্ব বজায় রাখায় মনযোগ বাড়াতে হবে। স্যানিটাইজার মাখা নিয়ে ব্যস্ত হয়েও তাই তেমন কোনো লাভ নেই।

৫-তবে এটা জানেন কি অতিরিক্ত স্যানিটাইজার হাতে দিলে হাত শুস্ক হয়ে যায়?

৬-এমনকি এমন অনেকেই আছে যারা কিছুক্ষন পর পর স্যানিটাইজার দেন।কিন্তু এটা মাথায় রাখবেন কিছুক্ষন পর পর স্যানিটাইজার দিলে জীবাণু ততই অ্যালকোহল হজম করার ক্ষমতা অর্জন করবে। তাই কোনো কিছু স্পর্শ না করলে অযথাই স্যানিটাইজার ব্যবহার পরিহার করুন।

Back to top button