জীবনে সফলতা পেতে ব্যর্থতা আপনাকে শিকার করতেই হবে…….
প্রত্যেকটি ব্যর্থতাই আপনাকে অনেক বেশি অভিজ্ঞ ও সাহসী করে তুলতে পারে। যে মানুষটি জীবনে বারবার ব্যর্থ হয়ে সফল হয়েছেন, তিনি নিঃসন্দেহে অনেক বেশি অভিজ্ঞ। তাই সফলতা পেতে চাইলে জেনে নিন কোন ব্যর্থতার স্বাদগুলো আপনার চেখে দেখা উচিত –
সত্যিকারের ভালোবেসেও ব্যর্থতা : কাউকে খুব চাইলেন, খুব ভালবাসলেন, খুব চেষ্টা করলে সম্পর্কটি ধরে রাখার। কিন্তু তারপরও মিষ্টি মুহূর্ত গুলো ফসকেই গেলো হাত থেকে। সম্পর্কের ভাঙন আপনাকে ঠেলে দিল ব্যর্থতার অন্ধকারে।সম্পর্কের ক্ষেত্রে পাওয়া এই ভীষণ কষ্টই আপনাকে শেখাবে নিজেকে ভালবাসতে এবং ভবিষ্যতে এমন ভুল আর না করতে।
পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়া : পরীক্ষায় বাজে ফল জীবনে সকলেই কখনো না কখনো করেন। এই জিনিসটিই লেখাপড়ায় খুব সিরিয়াস হতে শেখায়। এমন অনেককেই দেখতে পাবেন যারা জীবনে কখনো অকৃতকার্য হবার পর লেখাপড়ায় অনেক ভালো হয়ে গেছেন। আর আশার চাইতেও অনেক ভালো ফল করেছেন।
হয়তো একটি বাজে চাকরি : একটি বাজে চাকরি করা বা চাকরি নির্বাচনে ভুল করা কিংবা চাকরি করতে গিয়ে ব্যর্থতা আমাদের বুঝতে শেখায় যে আসলেই জীবনে কোন কাজটি করতে চাই আমরা বা কোন কাজটিকে পেশা হিসাবে বেছে নিতে চাই।