লাইফস্টাইল

চুল পড়া ও অকালপক্কতা একেবারে বন্ধ করে দেবে ভৃঙ্গরাজ………

নারী-পুরুষ অনেকেরই চুল পড়া বা অল্প বয়সেই চুল পেকে যায়।এই সমস্যা থেকে নিস্তার পেতে অনেক প্রসাধনীও ব্যবহার করে থাকেন, তবে কোনো লাভ হয়না।উল্টো এই সমস্যা আরও বেড়ে যায়।তবে এই সমস্যা থেকে সহজেই মুক্তি দেবে ভৃঙ্গরাজ।এটিকে ভেষজের রাজাও বলে থাকা হয়।এছাড়াও অনিদ্রার সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে এই গাছটি খুবই উপকারী। তাহলে জানা যাক চুলে এটি কিভাবে ব্যবহার করবেন:-

পদ্ধতি:- প্রথমে এই গাছটি ভালো ভাবে ধুয়ে নিয়ে।তারপর ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন।তারপর ওই মিশ্রনে লেবুর রস মিশিয়ে মিশ্রণটি ছেঁকে নিন।এরপর চুল ভালো করে ধুয়ে নিয়ে এই মিশ্রণটি চুলের গোড়ায় ভালোভাবে লাগান।তারপর ৩০ মিনিট অপেক্ষা করে শুকিয়ে গেলে ধুয়ে নিন।এটি নিয়মিত ব্যবহার করতে হবে।তাহলেই দেখেবেন যে আপনার চুল পড়া ও চুলের অকালপক্কতা বন্ধ হয়ে গিয়েছে।

Back to top button