লাইফস্টাইল

চিকিৎসকরা কি ধরণের সতর্ক বাণী দিচ্ছেন হাই হিলের জুতো সম্পর্কে?

হাইহিল তো এখনকার ফ্যাশন।যেকোনো ফ্যাশন ড্রেসের সাথে হিল না থাকলে সেই সাজই অসম্পূর্ণ থেকে যায়।র‍্যাম্প মডেল থেকে শুরু করে কলেজ পড়ুয়া নারীদের সবাই পরেন হাই হিল।তবে জানেন কি এই হাই হিল যেমন ফ্যাশন এর দিক থেকে অন্যতম তেমনি স্বাস্থ্যের জন্য অতোটাই খারাপ,তাই কিছু সতর্ক বাণী পেস করছেন চিকিৎসকেরা।চলুন জেনে নেই-
১।‘ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া’র অস্থিরোগ বিশেষজ্ঞদের কথায়,হাই হিল পড়লে কোমর ও ঘাড় এবং গোড়ালির বিভিন্ন ধরণের সমস্যা তৈরী হয়।
২।উঁচুহিল জুতো পরে হাঁটলে মেরুদণ্ডের ওপর চাপ পরে।ফলে মেরুদন্ড বেঁকে যাওয়ার ও সমস্যা হতে পারে।
৩।হাইহিল পরে হাঁটলে অনেকসময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।কারণ হাঁটার সময় পুরো শরীরের ভারসাম্য পা এর ওপর থাকে।সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, বছরে গড়ে দুই হাজার নারী হাই হিল পরার কারণে পা মচকে যাওয়া ও পায়ের সমস্যায় ভোগেন।

Back to top button