লাইফস্টাইল
কোন রোগে কোন ডাক্তার দেখাবেন,জানুন
আমরা তো কোনো না কোনো রোগ হলেও ছুঁটে যাই ডাক্তারের কাছে।তবে কোন রোগে কোন ডাক্তারের কাছে যাওয়া উচিত,আজকে সেটাই জানব-
১।গাইনিকলজিস্ট
মেয়েরা বিশেষত তাদের মেয়েলি সমস্যার জন্য এই ডাক্তারের কাছে যান।যেমন পিরিয়ড নিয়ে কোনো সমস্যা হলে গাইনো ডাক্তারের কাছেই যেতে হয়।
২।অর্থপেডিক্স
শরীরের আঘাত পাওয়ার পরে হাড় ভেঙে গেলে ও জয়েন্টে সমস্যা হলে অর্থোপেডিক্সের কাছে যাওয়া দরকার।
৩।নিউরোলজিস্ট
মাথা ব্যথা, মাথা ঘোরানো, ভার ভার লাগা, ঝিমানি আসা, ভারসাম্য না রাখতে পারা মুলত ব্রেইনের কোন সমস্যার জন্যে হতে পারে। আর একবার এই সমস্যা দেখা গেলেই যেতে হবে নিউরোলজিস্ট এর কাছে।