লাইফস্টাইল
কেন এত জরুরি রান্নাঘরের পরিচ্ছন্নতা
শোয়ার ঘর,বসার ঘর এর মতো রান্নাঘরেরও পরিষ্কার পরিছন্ন দরকার।যেহেতু খাবার সবসময় পরিছন্নভাবে খাওয়া দরকার।তাই আমাদের রান্নাঘরকে নোংরামুক্ত রাখা দরকার সবসময়।তাই এখন থেকেই একটু বিশেষ যত্ন নিন।
১।হাড়ি-কড়াই ধরার কাপড়
এসব জিনিস ধরার কাপড় নিয়মিত ধোয়া হয়না জানি।তাই ধোয়ার পরে ওই কাপড়গুলিকে স্পঞ্জ বা মাজনির মতো পরিষ্কার করে রাখতে হবে।
২।সবজি কাটিং বোর্ড
আমরা মাছ-মাংস ছুরি দিয়ে না কাটলেও সবজি সাধারণত ছুরি দিয়েই কেটে থাকি।আর যে বোর্ডটিতে কেটে থাকি সেই কাটিং বোর্ডটিকে নিয়মিত পরিষ্কার রাখা জরুরি।
৩।বাসন রাখার ঝুড়ি
থালা বাসন ও রান্নার যত সামগ্রী রয়েছে সেইসব সামগ্রী রাখার ঝুড়ি নিয়মিত ধুয়ে রাখছেন তো।নাহলে কিন্তু নোংরা জমে গেলে ক্ষতিকারক ভাইরাস থেকে সৃষ্টি হতে পারে বিভিন্ন রোগ।