লাইফস্টাইল

কুকুর কামড় দিলে সঙ্গে সঙ্গে কি করবেন, জেনেনিন বিস্তারিত

পোষ্য প্রাণীরা তাদের মালিককে কামড় দেয় না।তবে কখনো কখনো তাদের মালিক তাদেরকে নিয়ে আদর করেন বা কোলে তোলেন কিংবা তাদেরকে খাওয়াতে দেন তখন হঠাৎ তারা আঁচড় দিতে পারে।তবে যদিও এই অব আঘাতে অ্যান্টিব্যাকটেরিয়াল অয়েন্টমেন্ট ব্যবহার করলেই সেটি ভালো হয়ে যায়।তবে যদি দুর্ঘটনাবশত তারা কামড় দেয় তাহলে আপনি সাথে সাথে কি করবেন বা কি জরুরি পদক্ষেপ নিবেন সেক্ষেত্রে জেনেনিন কি করতে হবে:-

> আপনার পোষ্য প্রাণী যদি আপনাকে কামড় দিয়েথাকে তবে আপনি প্রথমে একটি তোয়ালে দিয়ে সেই জায়গাটি ভালো করে চেপে ধরুন এতে কিছুক্ষণের মধ্যে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে।তারপর আপনি সাবান দিয়ে ভালো করে সেই জায়গা টি পরিষ্কার করে নিন।এব্যাপারে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান হলে বেশ ভালো হয়।তবে এই ক্ষত স্থানটিতে বেশি ঘসাঘসি করবেন না।

> সেই ক্ষত স্থানে অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম লাগিয়ে দিন, এতে ব্যাকটেরিয়া গুলো মোর যাবে।

> এরপর সেই ক্ষত স্থানটি ব্যান্ডেজ করে নিন।

> প্রাথমিক চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যান ও পরামর্শ মতন ট্রিটমেন্ট করুন।তবে ২৪ ঘন্টার মধ্যে ডাক্তারের কাছে অবশ্যই যাবেন।

সতর্কতা:- কুকুর কামড়ে অনেক সময় সেই মানুষটি মনের দিক দিয়ে দুর্বল হয়ে পরে, তাই এজন্য সেই ব্যক্তিকে মনে জোর দিয়ে ডাক্তারের কাছে নিয়ে যান।

Back to top button