করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারে এই ৪টি নির্দেশ অবশ্যই মেনে চলুন
শহরজুড়ে এখন চলছে করোনা ভাইরাসের আতঙ্ক।এই ভাইরাস বাতাসের মাধ্যমেই ছড়িয়ে পড়ছে যেখানে সেখানে।তাই সেক্ষেত্রে আমাদের মাস্ক ব্যবহার করা উচিৎ সর্বত্র।কারণ আমাদের আশেপাশের বাতাস একদম বিশুদ্ধ নয়।সেক্ষেত্রে মাস্ক ব্যবহারে কিছু নির্দেশ দেওয়া হলো-
১।কোন মাস্ক বেশি ভালো
মাস্ক সাধারণত দুই ধরণের রয়েছে।সার্জিক্যাল মাস্ক ও রেসপিরেটর মাস্ক।সার্জিক্যাল মাস্কগুলো হলো চ্যাপ্টা ও চারকোনা।আর রেসপিরেটর মাস্ক হলো মাস্কগুলো তিন কোনার, সামনের দিকটি নাকে ফিট হওয়ার জন্য একটু উঁচু।তবে রেসপিরেটর মাস্ক সার্জিক্যাল মাস্কের চেয়ে বেশি ভালো।
২।কাদের মাস্ক ব্যবহার করা উচিত
যাদের নাক-মুখে অ্যালার্জির দোষ রয়েছে।যারা ধুলাবালি একদম সহ্য করতে পারে না।এবং যারা সর্দি–কাশি, ইনফ্লুয়েঞ্জা, সার্স, করোনাভাইরাসজনিত অসুখ, যক্ষ্মা, ডিফথেরিয়া ইত্যাদির রোগী তাদের ক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত।
৩।মাস্ক হওয়া চাই নিরাপদ
মাস্ক শুধু ব্যবহার করলেই হবে না,সেই মাস্কটিকে নিয়মিত পরিষ্কার-পরিছন্ন রাখতে হবে।মাস্কটি আদৌ দূষণমুক্ত রয়েছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে।
৪।সার্জিক্যাল মাস্ক নাকি রেসপিরেটর মাস্ক
সার্জিক্যাল মাস্কগুলো প্রায় ৮০ শতাংশ জীবাণু ধ্বংস করে এবং রেসপিরেটর মাস্কগুলো প্রায় ৯৫ শতাংশই জীবাণু নাশ করে।তাই শিশু,বয়স্ক এদের ক্ষেত্রে রেসপিরেটর মাস্ক ব্যবহার করান।