লাইফস্টাইল

এই ৫টি ক্ষতিকর জিনিস এখনই ব্যবহার বন্ধ করা উচিৎ

প্রত্যেক বাড়িতেই গৃহস্থলীর কাজে লাগে এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের জীবনে প্রতিনিয়ত একটু একটু করে ক্ষতি করছে।বিজ্ঞানীদের মতে,এসব ব্যবহারে আপনি মৃত্যুর কোলেও ঢোলে পড়তে পারেন।তাই চলুন,আজকে জেনে নেই গৃহস্থালির এমন ৫টি জিনিসের নামে যা আজকে থেকেই ব্যবহার বন্ধ করে দেওয়া উচিত-
১।প্রোসেসড উডে তৈরি আসবাবপত্র
প্রোসেসড উডে তৈরী যেকোন আসবাবপত্র যতটা নিরাপদ বলে মনে হয় ততটা নিরাপদ নয়।এসব আসবাব পত্র তৈরিতে ব্যবহার হয় রেজিন। খারাপ সংবাদটি হলো এই উপাদান আপনার ঘর গরম করে তোলে এবং ঘরে ফরমালডিহাইড (ফরমালিনের মূল উপাদান) নিঃসরণ করে।
২।মশার কয়েল
মশার কয়েলে যে কাঠের গুঁড়ো থাকেও নারকেলের যে গুঁড়ো থাকে তা আমাদের ফুসফুস ও শ্বাসনালীর জন্য ক্ষতিকর।
৩।এয়ার ফ্রেশনার
এই ফ্রেসনারে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক থাকে,যা আমাদের হরমোনের স্বাভাবিক কাজে বাধা দেয়, হতে পারে ক্যানসার।
৪।ন্যাপথলিন
ন্যাপথলিন কীটনাশক ওষুধ হিসেবে ব্যবহৃত হলেও ন্যাপথলিন মানব দেহে ক্যান্সার ক্যান্সার সৃষ্টি করতে পারে।
৫।আগরবাতি
সাউথ চায়না ইউনিভার্সিটি অব টেকনোলজি(এসসিইউটি)-র বিজ্ঞানীরা আগরবাতি নিয়ে একটি গবেষণা করেন। এই গবেষণায় জানা যায়, আগরবাতির ধোঁয়ায় তিন ধরনের বিষ থাকে— মিউটাজেনিক, জিনোটক্সিক এবং সাইটোটক্সিক।যা শরীরে প্রবেশ করতে থাকলে ফুসফুস ও শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা দেখা দেয়।

Back to top button