লাইফস্টাইল

এই ৪টি লক্ষণ দেখলেই শিশুকে ডাক্তার দেখাতে নিয়ে যাবেনই

জন্মের পর একটি শিশুর ওপর দিয়ে অনেক ঝড় বয়ে যায়।বিভিন্ন অসুখের মধ্যে পড়তে হয়।ঠিক সেরকম শিশুর কোনোরকম অসুখ হওয়ার আগে কিছু লক্ষন রয়েছে যা দেখলেই সাথে সাথে চিকিৎসকের কাছে নিয়ে যান।
১।আচরণে পরিবর্তন
হঠাৎযদি কখনো দেখেন আপনার শিশুর ব্যবহার আগের মতো নেই,হঠাৎই পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে দেরি না করেই ডাক্তারের কাছে নিয়ে যান।
২।চুল উঠে যাওয়া
যদি আপনার শিশুর খুব চুল উঠতে থাকে তাহলে বুঝে নিতে হবে কোনো কারণ রয়েছে।ঠিক যেমন সমস্যা থাকলে সমাধান ও রয়েছে।তাই দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান।
৩।তিল বড় হয়ে যাওয়া
আপনার শিশুর গায়ের যদি কোনো তিল হঠাৎ বড়ো হয়ে যাচ্ছে বা তিলের রংও চেঞ্জ হয়ে গেছে,তাহলে অবশ্যই দেরি না করে ডাক্তারের কাছে নিয়ে যান।
৪।কানে কম শুনতে পাওয়া
কানে জল ও ঢোকে নি,বা কানে কোনোরকম নোংরা না জমেও কি আপনার শিশু কানে কম শুনতে পাচ্ছে,তাহলে তো নিশ্চই কোনো ব্যাপার রয়েছে আর তা জানতেই ডাক্তারের কাছে দ্রুত চলে যান।

Back to top button