লাইফস্টাইল

আলু দ্বারা দূর হবে ত্বকের ব্ল্যাকহেডস, জেনেনিন বিস্তারিত

আমাদের মুখের দ্বারা সৌন্দর্যতা নির্ণয় হয়ে থাকে।তাই মুখের সৌন্দর্য বজায় রাখতে অনেকেই এব্যাপারে অনেক সচেতন হয়ে থাকে।এই পুরো মুখে বা নাকের মধ্যে হয়ে থাকে।এজন্য আপনি কতইনা ওয়াদঃ খেয়ে থাকেন, আর কতই না করিম ব্যবহার করে থাকেন।তবে এগুলির ফলাফল কার্যকরী হয়ে ওঠেনা।এক্ষত্রে একটি আলুর টুকরো দিয়েই আপনি এই ব্ল্যাকহেডস থেকে মুক্তি পেয়ে যাবেন।তাহলে জানা যাক কিভাবে ব্যবহার করবেন:-

উপকরণ:- ১টি মাঝারি মাপের আলু, ১ চামচ আপেল সাইডার ভিনেগার ও পরিমান মতো জল।

পদ্ধতি:- একটি আলু নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নিন।এপর ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন।তারপর এতে আপেল সাইডার ভিনেগারের দিয়ে আবার ভালো করে ব্লেন্ড করে নিন।এরপর গরম জল দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করে নিন।তারপর ওই মিশ্রণটি ভালো করে মুখে লাগিয়ে ম্যাসাজ করুন।এটি দিনে ২বার করে করলে দেখবেন সহজেই এই ব্ল্যাকহেডস দূর হয়ে যাবে।

Back to top button