অবশেষে জানা গেলো আসল কারণ,বাবারা কেনো মেয়ে সন্তানের প্রতি বেশি দুর্বল হয়ে থাকেন
মা বাবার কাছে সব সন্তানই সমান।ছেলে ও মেয়ে উভয়কেই তারা সম পরিমান ভালোবাসেন।এবং একই চোখে দেখেন।তবে অনেকেই বলেন মার কাছে ছেলে সন্তান ও বাবার কাছে মেয়ে সন্তান বেশি আদরের হয়।তবে বেশিরভাগ ক্ষেত্রে জানা যায় বাবার মেয়ে সন্তানদের বেশি ভালোবাসেন ও তাদের প্রতি দুর্বল হয়ে থাকেন বেশি।এমনটাই গবেষণায় জানা গেছে।
গবেষকরা এও বলেছেন ছেলের থেকে মেয়ের অনুভূতি বেশি অনুভব করেন বাবারা।একটি ছেলে সন্তানের প্রতি যতটা না মনোযোগী হন তার থেকে বেশি মেয়ে সন্তানের প্রতি হন।মেয়ে সন্তানের সাথে আবেগের কথা ও গান শোনাতে ভালোবাসেন।
তবে কেন বাবার মেয়ে সন্তানের প্রতি বেশি দুর্বল হন সেই নিয়ে একটি পরীক্ষা করেছেন।একটি ছবি রাখা রয়েছে বাবাদের সামনে।ও সেটা দিয়ে তাদের ব্রেনের এমআরআই স্ক্যান করা হয়।এই পরীক্ষাটিতে একটি অপরিচিত শিশু ও তার নিজের শিশুর ছবি দেওয়া হয়।নিজের শিশুর তিন টাইপের ছবি দেওয়া হয়।যেমন-হাসি-খুশি,দুঃখী ভাব ও স্বাভাবিক অবস্থার।এরপর পরীক্ষাটিতে দেখা গেছে,মেয়ের খুশি ছবিতে বেশি সারা দেয় বাবাদের মস্তিস্ক।আর স্বাভাবিক অবস্থার ছবি দেখলে ছেলের বাবার মস্তিস্ক সারা দেয়।সুতরাং তাই গবেষকরা বলেছেন,যে বাবার ছেলে সন্তানের থেকে মেয়ে সন্তানের প্রতি বেশি দুর্বল হয়ে থাকেন।