অতীতে ওষুধ হিসাবে ব্যবহার করা হতো এই ৪টি জনপ্রিয় খাবারকে,আগে জানতেন কি?
এখনকার দিনে জনপ্রিয় খাবার অনেকই রয়েছে।তবে এ যুগের কিছু কিছু খাবারকে আগেকার দিনে ওষুধ হিসেবে করা হতো,তা হয়তো আমাদের অনেকেই অজানা ছিল।চলুন তাহলে আজকে জেনে নেই-
১।কর্ন ফ্লেক্স
নিরামিষভোজীদের প্রিয় গ্রাহাম ক্র্যাকার্স যখন হারিয়ে যায় তখন “কেলগ’স কর্ন ফ্লেক্স” নামে তারা বাণিজ্যিক ভাবে এটি বাজারে নিয়ে আসেন। তারা দাবি করতেন কর্ন ফ্লেক্স বদহজম দূর করতে খুবই কার্যকরী।
২।কোকা-কোলা
এখনকার দিনে কোকাকোলা আমরা সবাই খেয়ে থাকি। প্রথমে “পেমবার্টন’স ফ্রেঞ্চ ওয়াইন কোকা” নামে একটি পানীয় ছিলো যা উচ্চ মাত্রার ক্যাফেইন কোলা বাদাম এবং কোকেইন দিয়ে তৈরি হতো।।
৩।সেভেন আপ
সেভাবে আপকে আমরা এ যুগে চিনে আসলেও এর নাম ছিলো “বিব-লেবেল লিথিয়েটেড লেমন-লাইম সোডা” এবং এতে লিথিয়াম সাইট্রেট দেওয়া হতো যা মানসিক সমস্যা কাটিয়ে ওঠার ওষুধ হিসাবে ব্যবহারের প্রচলিত ছিলো।
৪।ডাইজেস্টিভ বিস্কুট
ডাইজেস্টিভ বিস্কুট তৈরী হয় অনেক আগেই প্রায় ১৮৩৯ সালে।খাবার পরে এ বিস্কিট খেলে খাবার হজম হয় বলে প্রচারের পর এ বিস্কুট খুব জনপ্রিয়তা পায়।