Yes Bank-এর পর অর্থ সংকটে এবার RBLBank? কর্তৃপক্ষ সাংবাদিকদের জানালো আসল তথ্য

এই মুর্হুর্তে নগদ অর্থের অভাবে তীব্র সংকটে ইয়েস ব্যাঙ্ক।তাদের এই সংকট জনক পরিস্থিতি থেকে বের করে আনতে ইতিমধ্যেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেটব্যাংক।এবার এরকমই এক সংকটময় পরিস্তিথির মধ্যে দিয়ে যাচ্ছে RBL ব্যাঙ্ক বলে জল্পনা চলছে বিভিন্ন মহলে।অনেকের মুখেই শোনা যাচ্ছে কিছুদিনের মধ্যেই ইয়েস ব্যাংকার মতো এই বেসরকারি ব্যাংকের ও দেখা যাবে নগদের সমস্যা।
তবে ভয়ের কিছু নেই এই সব জল্পনার অবসান ঘটিয়ে কর্তৃপক্ষ সাংবাদিকদের জানালো সঠিক তথ্য ।এই ধরণের সমস্যার কথাকে সম্পূর্ণটাই গুজব বলে উড়িয়ে দিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে যে এই মুহূর্তে যথেষ্ট শক্ত বুনিয়াদের উপর দাঁড়িয়ে আছে RBL ব্যাঙ্ক।
শেয়ার বাজারে দাখিল করা এক নথিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তাদের আর্থিক অবস্থা নিয়ে বিভিন্ন মহলে যা কিছু প্রচারিত হচ্ছে তার সবকিছুই গুজব।বরং নিয়ামক সংস্থার বেঁধে দেওয়া হারের তুলনায় অনেক বেশি নগদ সঞ্চিত আছে তাদের কাছে।শধু তাই নয় এই মুহূর্তে RBL ব্যাঙ্ক আছে লাভজনক অবস্থায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।আর শুধু লাভ জনক অবস্থাতেই নয় এই ব্যাঙ্ক ক্রমশ বিস্তার লাভ করেছে।