অর্থনীতি
YES BANK-অনেক বিষয়ে অসঙ্গতি, ইডির হেফাজতে ব্যাঙ্কের মালিক রানা কাপুর

ধারণা করা হচ্ছে বেপরোয়া ভাবে ঋণ দেওয়ার কারণেই ডুবে যেতে হয়েছে ইয়েস ব্যাঙ্ককে।আজ দীর্ঘ জেরার পর শেষ পর্যন্ত ব্যাঙ্ক মালিক রানা কাপুর কে নেওয়া হলো ইডির হেফাজতে।আজ সকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল ইডির অফিসে।
ইডি অফিসাররা রানা কাপুরকে জিগগাসাবাদ করার পাশাপাশি তাঁর তিন মেয়ের বাড়িতেও তল্লাশি অভিযান চালায়।সূত্রের খবর অনুযায়ী রানা কাপড়কে জিজ্ঞাসাবাদের সময় তাঁর কথায় বেশ কিছু অসঙ্গতি পাওয়ার কারণেই তাকে হেফাজতে নিয়েছে ইডি।
সম্প্রতি আর্থিক সমস্যায় ধুঁকছে ইয়েস ব্যাঙ্ক।কেন্দ্রাসরকার ব্যাঙ্কের কমিটি ভেঙে দিয়ে নিজের হাতে নিয়েছে সমস্ত দায়িত্ব।সরকার নির্দেশ দিয়েছে আগামী ৩ এপ্রিল পর্যন্ত ৫০হাজারের বেশি টাকা তুলতে পারবেনা ব্যাঙ্কের গ্রাহকরা। ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্ক আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে এই ব্যাঙ্ককে বাঁচানোর জন্য।