অর্থনীতি

BigNews: দেশজুড়ে হলো সোনার দাম একদম সস্তা, লক্ষীবারের আগেই খুশি গ্রাহকরা

আবার সারা দেশজুড়ে দেখা গেলো সোনার দামের বড়সড় পতন।দেশের সমস্ত মেট্রো শহরেই ফের সস্তা হলো সোনার দাম।সোনার দামের এই পতনে খুশি গ্রাহকরা।

আজ কোলকাতাতে প্রতিগ্রাম সোনায় এসেছে বড়সড় পরিবর্তন।২২ ক্যারেট সোনার ১ গ্রামে দাম হয়েছে ৪২৮৮ টাকা। ১০০ গ্রাম সোনার দাম কমে দাঁড়িয়েছে ৪২৮৮০০ টাকা যা আগের তুলনায় ২০০০ টাকা কম।

অপরদিকে ২৪ ক্যারেট সোনার দাম কমেছে একইভাবে। ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ৪৪৩০ টাকা, ১০০ গ্রামের দাম কমে হয়েছে ৪৪৩০০০ টাকা যা আগের তুলনায় ২০০০ টাকা।

সোনার এই মুখ্য হ্রাসে কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ। বিশেষ করে প্রতিগ্রাম শোনাতে মূল্য হ্রাস খুশি করেছে
অনেক গ্রাহককে।

কারণ ২২ ও ২৪ ক্যারেট সোনায় একদিনেই দাম কমেছে প্রায় ৫০০০ টাকার মতো আর সেই খবরেই খুশি গ্রাহকরা ।

Back to top button