অর্থনীতিনিউজ

৬ মাসে নতুন বিলিওনিয়ারের তালিকায় উঠে এলো ভারতের আরও ১৫ জনের নাম

সারা বিশ্বে করোনা আতঙ্কের মাঝেই ভারত থেকে গত ছয় মাসে উঠে এলো আরও ১৫ জন বিলিওনিয়ারের নাম। বর্তমানে ফোর্বস ম্যাগাজিনের রিয়েল টাইম বিলিওনিয়ারের তালিকায় রয়েছে গা৭ জন ভারতীয়ের নাম। গত মার্চেই সেই সংখ্যাটা ছিল ১০২ জন। অর্থাৎ করোনা মহামারী চলাকালীন সেই তালিকায় জায়গা করে নিয়েছে আরও ১৫ জন। ১১৭ জন ভারতীয় মত সম্পত্তির পরিমান হলো ৩০হাজার কোটি ডলার।

সারা বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় ভারতের মুকেশ আম্বানি রয়েছেন ৬ নম্বরে। মুকেশ আম্বানি ভারত ছাড়াও এশিয়ার মধ্যে ধোনি তালিকায় আছেন শীর্ষে।

১৮ সেপ্টেম্বরের হিসেবে অনুযায়ী মুকেশ আম্বানির এখন মত সম্পত্তির পরিমান ৮ হাজার ৮২০ কোটি। এরপর ভারতের দ্বিতীয় স্থানে আছেন এইচসিএল টেকনোলজির প্রতিষ্ঠাতা কর্ণধার শিব নাদার তার সম্পত্তির পরিমান ২হাজার ৬০ কোটি তিনি আছেন সারা বিশ্বের ধোনি তালিকায় ৬৪ নম্বরে।

আর তারপরেই ক্রোম অনুসারে আছেন আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি, কোটাক মাহিন্দ্রা গ্রুপের কর্ণধার উদয় কোটাক, ডিমার্ট এর কর্ণধার রাধাকৃষ্ণ দামানি ও তার পরিবার, সিরাম ইনস্টিটিউটের কর্ণধার সাইরাস পুনেওয়ালার মতো ভারতে সেরা ধনী ব্যক্তিত্বরা।

তবে ফোর্বসের নতুন তালিকায় যে ১০০ কোটির মালিকরা যুক্ত হয়েছেন তারা ওই তালিকার শেষ দিকেই থাকবেন বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় বিলিওনিয়ারের তালিকায় সবচেয়ে নিচে রয়েছেন ওয়েলস্প্যান গ্রুপের চেয়ারম্যান বালকৃষ্ণ গোয়েঙ্কা তার সম্পত্তির পরিমান এখন ১০০ কোটি ডলার ছুঁয়েছে।

এরপর তার ওপর থেকে ক্রোম তালিকায় আছেন রাধেশ্যাম আগরওয়াল, রাধেশ্যাম গোয়েনকা, বিনি বনসল, মুরলীধর বিমল কুমার জ্ঞানচন্দানি।

Back to top button