অর্থনীতি

সুখবর! ব্যাঙ্কের এই একাউন্টে টাকা রাখুন, পাবেন FD -র থেকেও বেশি সুদ

সব খরচের পরেও আমাদের কাছে অনেক সময় কিছু বাড়তি টাকা সেভিংস একাউন্টে থেকেই যায়।আর ব্যাঙ্কের এই সুবিধা আপনি গ্রহণ করলে সেই বাড়তি টাকা থেকেই পেয়ে যেতে পারেন মোটা অংকের টাকা। সাধারণোর অনেকেই তাদের অতিরিক্ত টাকা ফিক্সড ডিপোজিট একাউন্টে রেখে থাকেন। কিন্তু আপনি যদি ব্যাঙ্কের এই একাউন্টে টাকা রাখেন তাহলে আপনি FD -র থেকেও ভালো সুদ লাভ করতে পারবেন।

বিভিন্ন ব্যাংকে এই সুবিধার নাম বিভিন্ন হয়। যেমন ভারতীয় স্টেটব্যাংকে এই সুবিধাটির নাম সুইপ ইন ডিপোজিট ।আপনি সেভিংস ব্যাঙ্ক ভান্তের মাধ্যমেই এই ফাঁদে টাকা রাখতে পারবেন খুব সহজেই।রবে অবশই রাকা রাখতে হবে ১০০০ টাকার গুণিতকের হিসেবে।অন্যান্য বেসরকারি ব্যাঙ্ক এই সুবিধার নাম দিয়েছে ফেলিক্সি ফিক্সড ডিপোজিট।তবে ফেলিক্সি ফিক্সড ডিপোজিট পদ্ধতিতে আপনার বাড়তি টাকা অটোমেটিক ব্যাঙ্ক ট্রানফার করে নেয় কিন্তু সুইপ ডিপোজিট পদ্ধতিতে আপনাকে ম্যানুয়ালি সেই কাজ করতে হবে।

ব্যাঙ্ক আপনার নির্দেশ অনুযায়ী সেই টাকা আপনার সুইপ ইন ডিপোজিট একাউন্টে ট্রানফার করে দেবে।

Back to top button