অর্থনীতি

দুঃসংবাদ! বাড়তে চলেছে পেট্রল-ডিজেলের দাম, জানালো ইন্ডিয়ান অয়েল

ইন্ডিয়ান অয়েলের থেকে জানানো হয়েছে, আগামী ১লা এপ্রিল থেকে বিএস-৬ পেট্রল, ডিজেল বিক্রির জন্য দাম বাড়ানো হবে জ্বালানি তেলের। সংস্থার চেয়ারম্যান সঞ্জীব সিং বলেন, বিএস-৬ স্টেজের জ্বলানি তেল দেওয়ার জন্য ইন্ডিয়ান অয়েলের ১৭,০০০ কোটি টাকারও বেশি টাকা খরচ হয়েছে।এই টাকা খরচ হয়েছে ইন্ডিয়ান অয়েল সংশোধনাগার গুলো উন্নত করতে।

এতদিন ধরে বিএস-৪ তেল তৈরী করতে পারতো এই শোধনাগার গুলি। এবারের থেকে সেগুলিতে বিএস-৬ স্টেজের তেল শোধন হবে, এতে সালফারের পরিমাণ আগের তুলনায় অনেকটাই কম।যার ফলে দূষণের পরিমান কমে যাবে। এক্ষেত্রে সঞ্জীব সিং বলেন, এর জন্য সামান্য দাম বাড়বে তেলের।

উলেখ্য, এখন কত করে দাম বাড়ে ১লা এপ্রিল থেকে সেটাই দেখার।গত মাসেই কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে ১লা এপ্রিল থেকে বিএস-৬ স্টেজের তেলের জন্য জ্বালানি তেলের দাম বাড়বে।

Back to top button