অর্থনীতি

হোলি উপলক্ষে Jio নিয়ে এল নতুন প্ল্যান

Jio কর্তৃপক্ষ চলতি বাছরে নানা চমক নিয়ে এসেছে গ্রাহকদের জন্য এবারও হোলির আগে দুটি আকর্ষণীয় অফার নিয়ে আস্তে চলেছে Jio। গ্রাহকদের চমক দিতেই এবার তারা একসাথে দুটো প্ল্যান নিয়ে এসেছে।

এই দুটি প্ল্যান হলো ৪৯ টাকা ও ৬৯ টাকার রিচার্জ।তাহলে এগুলি সম্পর্কে জানা যাক।

> ৪৯ তাকে এই প্ল্যাণটিতেই গ্রাহকরা পাবেন, মোট 2GB ডাটা, আনলিমিটেড জিও কল, ২৫০ মিনিট ননজিও কল, ২৫ টি এসএমএস। আর এই প্ল্যানটির বৈধতা মাত্র ১৪ দিন।

> ৬৯ তায়ালাকে 500MB ডাটা, আনলিমিটেড জয় কল, ২৫০ মিনিট ননজিও কল, মোট ২৫ টি এসএমএস।এই প্ল্যাণটিরও বৈধতা ১৪ দিন।

তবে উলেখ্য বিষয় হলো, এই অফারটি শশুধু jio-এর গ্রাহকরা পাবেন।এছাড়াও আপনি ৭৫ টাকাযা রিচার্জ করতে পারেন।এই প্ল্যাণটিতে আপনি পাবেন, আনলিমিটেড জিও কল, মোট 3GB ডাটা, ৫০০ মিনিট ননজিও কল।

Back to top button