অর্থনীতি

সরকারি কর্মচারীদের নিয়ম মেনে বিদ্যুতে নতুন বেতন চালু হলো

সরকারি কর্মচারিদের নিয়ম মেনেই তাদের বেতন সংশোধন করা হয়েছে, যা এবছর থেকেই কার্যকর করা হবে বলে জানিয়েছে রাজ্যের বিদ্যুৎ কর্মচারী ক্ষেত্র।পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা, সংবহন সংস্থা, বিদ্যুৎ উন্নয়ন পরিকল্পনা ও ডিপিএল এসব কিছু মিলিয়ে সরকারি বিদ্যুত কর্মচারীদের মধ্যে ২৫ হাজার কর্মী নতুন হরে বেতন পাবে।এর সাথে তাদেরকে সপ্তাহের শেষদিন অর্থাৎ তাদেরকে শনিবার করে ছুটি দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য বিদ্যুৎ সংস্থা।

এক তথ্যের দ্বারা জানা যায়, এপ্রিলের থেকে শুরু হতে চলেছে নতুন হারের বেতন।তখন জানুয়ারি ও ফেব্রুয়ারির বাকি বেতন গুলিও দিয়ে দেওয়া হবে।তবে ১জানুয়ারি ২০১৬ থেকে ৩১ ডিসেম্বর ২০১৬ কোনও বকেয়া পাবেন অবসর প্রাপ্ত ও কর্মীরা।তবে ওই বছর গুলোর বার্ষিক বৃদ্ধি সরাসরি নতুন বেতন পরিকল্পনার সাথে যোগ হয়ে যাবে।

এই সংশোধিত বেতন জানুয়ারি থেকে ১০% ডিএ যোগ করা হবে বলে জানিয়েছেন।তবে বকেয়া পাবার কোনও ব্যবস্থা সংশোধিত কাঠামোয় রাখা হয়নি।ভবিষ্যতে কেন্দ্রের ভাতা ও সরকারি কর্মীদের দেওয়ার ব্যাপারে রাজ্য তার নিজের পদক্ষেপ অনুযায়ী বিবেচনা করতে পারবে।শোভন চট্টোপাধ্যায় এপ্রসঙ্গে শনিবার বলেন, ‘‘ভবিষ্যতে কর্মীদের কখন, কত হারে ডিএ দেওয়া হবে, তা সংস্থাগুলি রাজ্যের সিদ্ধান্ত ও তাদের আর্থিক অবস্থা বিবেচনা করেই ঠিক করবে।’’

এদিন মন্ত্রীর দাবি, এই সংহঠিত বেতনে সরকারি বিদ্যুৎ কর্মীদের খুশি হওয়ার কথা, তবে বর্ধিত হরে পেনশন ও বেতন নিয়ে সব মিলিয়ে বিদ্যুৎ সন্থাৰ প্রায় ৪০০ কোটি টাকা খরচ পরবে।

Back to top button