মাঝ রাতে উঠে এবার দেখতে হবে ‘এক্কা দোক্কা’! ধারাবাহিকের স্লট নিয়ে শুরু হল জল্পনা
বর্তমানে কয়েকটি ধারাবাহিক খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, তার মধ্যে একটি হলো স্টার জলসার ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকটি। সাম্প্রতিক কয়েকটি পর্ব দেখিয়ে এই ধারাবাহিকটি সকলের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।দুই পরিবারের শত্রুতার মাঝেই দুজনের প্রেম নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিকের গল্পটি। রাধিকা এবং পোখরাজ এর এই জুটিটি দর্শকদের ভীষণ প্রিয় হয়ে উঠেছিল। কিন্তু পোখরাজের শ্বশুরবাড়ি তাদের এই সম্পর্কের বিরোধিতা করেছিল।
আর তার জেরেই পোখরাজ ও রাধিকার মধ্যে দূরত্ব তৈরী হয়। এই দূরত্বের মাঝেই ধারাবাহিকে দেখা যাই নতুন মোর। পোখরাজ-রাধিকার জীবনে এন্ট্রি নেয় ড: গুহর চরিত্রে প্রতীক। অভিনেতা প্রতীক সেনের এন্ট্রির পরই এই ধারাবাহিকটি দর্শকদের চর্চার কেন্দ্র হয়ে ওঠে। অনেকেই ‘মোহর’ ধারাবাহিকের জুটিকে আবার দেখার ইচ্ছে প্রকাশ করে।
ধারাবাহিকে ড: গুহর এন্ট্রি হওয়ার পর পোখরাজ এর পরিবর্তে রাধিকার সঙ্গে প্রতীকের জুটিকেই বেশি পছন্দ করছে দর্শক। যদিও অনেকের তাতে একমত নয়। ধারাবাহিকে রাধিকাকে ড: গুহর সঙ্গে বেশি দেখা যায়, অন্যদিকে রঞ্জাবতীর সঙ্গে বিয়ে হয়ে যায় পোখরাজের। এইসবের মধ্যে রাধিকা ও পোখরাজ আবার একে ওপরের কাছাকাছি আসতে থাকে।
বর্তমানে নতুন ধারাবাহিক প্রবেশ করায় অনেক পুরোনো ধারাবাহিক গুলিকে টিভির পর্দা থেকে বিদায় নিতে হচ্ছে। কিছু কিছু ধারাবাহিকের আবার স্লটও চেঞ্জ হয়েছে। তেমনটাই হচ্ছে ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকের ক্ষেত্রেও। তবে এই ধারাবাহিকটিকে এমন সময় দেওয়া হল যে দর্শকরা এই ধারাবাহিকটিকে আর দেখতেই পারবে না। জানা যাচ্ছে, ২৪ শে এপ্রিল থেকে সোম – রবি রাত ২ টোয় ষ্টার জলসায় দেওয়া হবে এই মেগা। যদিও স্লট চেঞ্জ নিয়ে অফিসিয়ালি কোনো রকম ঘোষণা করা হয়নি।এটি একটি দর্শকের ধারণার ওপর ভিত্তি করে এমনটা বলা হচ্ছে।