বিনোদন

কন্যা সন্তানের বাবা হয়েছেন আদিত্য, কিন্তু কেন এতদিন এই খুশির খবর লুকিয়ে রেখেছিলেন নারায়ণ পরিবার?

বাবা হয়েছেন গায়ক-অভিনেতা-সঞ্চালক আদিত্য নারায়ণ। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী শ্বেতা আগরওয়াল। গত ২৪ ফেব্রুয়ারি মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে জন্ম হয়েছে নারায়ণ পরিবারের ছোট্ট অতিথির। কিন্তু এত দিন এই খুশির খবর লুকিয়ে রেখেছিলেন আদিত্য। প্রকাশ করেছেন শুক্রবার।

সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘সবাই বলছিল আমাদের নাকি ছেলে হবে। কিন্তু আমি মনে মনে একটাই প্রার্থনা করছিলাম, সৃষ্টিকর্তা যেন আমাকে মেয়ে দেন। আমার মনে হয়, মেয়েরা তার বাবার সবচেয়ে কাছের হয়। আমি খুব খুশি যে, আমার ঘরে লক্ষ্মী এসেছে। আমার বাবাও খুব খুশি। আমরা এখন স্বামী-স্ত্রী থেকে বাবা-মা হতে পেরে গর্বিত।’

২০২০ সালের ডিসেম্বরে শ্বেতা আগরওয়ালকে বিয়ে করেন আদিত্য। এক বচ্ছরের মাথায় সন্তানের মুখ দেখল নারায়ণ পরিবার। অনুরাগীদের কোনো খবর থেকেই বঞ্চিত করেননি আদিত্য। বেবিবাম্পের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘শ্বেতা ও আমি খুবই খুশি। আমাদের প্রথম সন্তান খুব শিগগিরই আসতে চলেছে।’

আদিত্য জানিয়েছেন, নাতনিকে নিয়ে তার বাবা উদিত নারায়ণের এখন সময় কাটছে। শুরুতে নাতনিকে কোলে নিতেও ভয় পেয়েছিলেন তিনি। এখন তার অভ্যাস হয়ে গেছে। গানের পরিবারে সে সারা দিন গান শুনছে।

Back to top button