বিনোদন

শ্রাবন্তীর থেকেও সুন্দরী তার দিদি, ছবি দেখলে চোখ ফেরাতে পারবেন না

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীকে তো সকলেই চেনেন। দীর্ঘ প্রায় ১০ বছরের বেশি সময় ধরে একাধিক সুপার হিট ছবির নায়িকা ছিলেন তিনি। দেব, জিৎ, প্রসেনজিতদের সঙ্গে বড় পর্দায় চুটিয়ে অভিনয় করেছেন শ্রাবন্তী। রিল থেকে রিয়েল সব নিয়েই তিনি থাকেন সংবাদের শিরোনামে। তবে, আজ শ্রাবন্তী নয় কথা বলবো তার দিদি স্মিতাকে নিয়ে। যিনি কিনা রূপে, গুনে শ্রাবন্তীর চেয়ে কিছু কম যাননা। শ্রাবন্তী যেমন সুন্দরী, তার দিদিও ঠিক ততটাই সুন্দরী।

দিদির সঙ্গে বোনের দারুণ মিল রয়েছে। জীবনে সবসময়ই দিদিকে পাশে পেয়েছেন টলিউডের এই বিতর্কিত অভিনেত্রী। শ্রাবন্তীর দিদি পেশায় একজন অভিনেত্রী। ‛শপথ’, ‛পরবাস’-র মতো একাধিক ছবিতে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। এমনকি একসময়ে স্টার জলসার পর্দায় চলা জনপ্রিয় ধারাবাহিক ‛মৌচাক’ সিরিয়ালের তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে, এখন আর তাকে পর্দায় দেখা যায় না। তিনি বিবাহিতা। বর্তমানে স্বামী এবং সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন স্মিতা।

কিন্তু তার স্বামী কে জানেন? ২০১৬ সালে সহকর্মী সুজয় ঘোষের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন শ্রাবন্তীর দিদি স্মিতা। সুজয়ও ‛মজনু’, ‛১০০% লাভ’ সহ বেশ কিছু ছবিতে কাজ করেছেন। তবে, বর্তমানে সুজয়কেও আর পর্দায় দেখা যায়না। বর্তমানে স্মিতা ও সুজয় দুজনই অভিনয় জগৎকে দূরে সরিয়ে রেখে সন্তান নিয়ে বেশ সুখেই সংসার করছেন।

অন্যদিকে তার বোন শ্রাবন্তী এখন চুটিয়ে অভিনয় করছেন টলিউডে। সেই সঙ্গে ব্যক্তিগত জীবনের বিতর্ক নিয়ে বারবার বিতর্কের শিরোনাম দখল করছেন।

Back to top button