বিনোদন

স্বামীর সঙ্গে কেন থাকেন না শ্বেতা বচ্চন! ফাঁস হল বচ্চন পরিবারের সিক্রেট

সব সময় লাইমলাইট থাকে বচ্চন পরিবারের সদস্যরা। বিশ্ব বিখ্যাত সুপারস্টার অমিতাভ বচ্চন ও তার পুত্র বধূ ঐশ্বর্য রাই বচ্চনের উপরেই বেশি নজর থাকে নিউজ মিডিয়ার। কিন্তু বচ্চন পরিবারের একজন সদস্য রয়েছেন যাকে নিয়ে বেশি খবর শোনা যায় না। অমিতাভ ও জয়া বচ্চনের একমাত্র মেয়ে শ্বেতা বচ্চন। অনেকের প্রশ্ন জাগতেই পারে বিয়ে পরেও কেন নিজের স্বামীর সঙ্গে থাকেন না তিনি।

আসলে কখনও অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না শ্বেতার। বরং অভিনয়ের দুনিয়া থেকে দূরেই থাকতে পছন্দ করেন বচ্চনের মেয়ে। তবে ডিজাইনার ও লেখিকা হিসেবে নিজের কেরিয়ার গড়ে তুলতে চান তিনি। সেই কারণেই স্বামীর থেকে দূরে থাকে‌ন শ্বেতা। তবে অনেকেই ভাবেন তাদের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে।

কিন্তু এমনটা নয়, শ্বেতার স্বামী নিখিল নন্দা নিজেও ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন দিল্লিতে। তাদের দুই সন্তান রয়েছে এক মেয়ে ও এক ছেলে। এখন শ্বেতার বয়স ৫০ বছর। অভিনেত্রী নয় ডিজাইনার ও লেখিকা হিসেবে নিজের কেরিয়ার গড়ে তুলতে চান শ্বেতা। মুম্বাইতে নিজের বাবার সঙ্গেই থাকেন শ্বেতা।

ছোট বেলা থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কোনও আগ্রহ ছিল না শ্বেতার। সেই জন্য অন্য পেশা নিয়ে এগিয়ে যাবেন ভেবে ছিলেন তিনি।

Back to top button