বিনোদন

মা হওয়ার পর এই প্রথম ‘ভ্যালেন্টাইন্স ডে’, দূরে থেকেই বিরাটকে ভালোবাসার বার্তা দিলেন অনুষ্কা শর্মা

২০২০ তেই সেরা জুটি বিরাট-অনুষ্কা তাঁদের জীবনের সব চেয়ে বড়ো সুখের খবরটা জানিয়েছেন এরপর নতুন বছরের শুরুতেই ঘরে এসেছে ছোট্ট পুচকে মহালক্ষী আর মেয়ে সন্তান হওয়ায় খুবই খুশি আর এই খুশিতেই একটু বেশি সচেতন হয়ে উঠেছিলেন ক্যাপ্টেন বিরাট কোহলি আর সেই সঙ্গে অনুষ্কা যেই নার্সিং হোমের রুমে ছিলেন সেখানে বাইরে থেকে নো এন্ট্রি বোর্ড লাগিয়ে রেখেছিলেন বিরাট।

অনুষ্কার সামনে যাতে কেউ যেতে না পারে সেই কারণে পাপরাজিৎদের বাড়িতে গিফট বক্স-ও পৌঁছে দিয়েছিলেন সে কথা দিয়েছিলেন ঠিক সময় মতো তাঁদের মেয়েকে সবাই সামনে আনবেন এতদিন পরে এল সেই সময়, যেখানে বিরাট ও অনুষ্কা তাঁদের প্রথম ছোট্ট মেয়েকে কোলে নিয়ে ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা নিজে তাঁর এই পোস্টে অনেকে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন এখন সোশ্যাল মিডিয়ায় শুধু ঘোড়া ঘুড়ি করছে বিরাট-অনুষ্কার প্রথম সন্তান ও বিরুষ্কার পুরো পরিবার।

বিরাট-অনুষ্কার নাম মিলিয়ে তাঁদের মেয়ের নাম রেখেছেন vamika আর তাই মেয়ের নাম আজই সবার সামনে আনলেন আনলেন এত দিন পর অনুষ্কা স্বামী ও ছোট্ট সন্তানের সাথে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “আমরা ভালোবাসা, ধৈর্য, ও কৃতজ্ঞতার সঙ্গে বাস করছি কিন্তু এই ছোট্ট Vamika আমাদের এক নতুন স্তরে পৌঁছে দিয়েছে। অশ্রু, হাসি, উদ্বেগ, পরমানন্দ – আবেগ সবকিছুর অভিজ্ঞতা কয়েক মিনিটের ব্যবধানে হয়েছে। চোখে ঘুম নেই কিন্তু হৃদয় আনন্দে পরিপূর্ণ। আপনাদের শুভেচ্ছ, প্রার্থনা এবং ভাল শক্তির জন্য আপনাকে সকলকে ধন্যবাদ।”

দেখতে দেখতে চলে এসেছে প্রেমের মাস। আর এই প্রেমের মাসেও বিরাট এখন ব্যস্ত রয়েছেন ইংল্যান্ডের বিরুধ্যে টেস্ট ম্যাচ নিয়ে। পেশাগত কারণেই বিরাট এখন মেয়ে ও বৌকে ছেড়ে রয়েছেন দূরে তবে বিরাট এখন ২২ গজ নিয়ে ব্যস্ত থাকলেও তার মনে পরে রয়েছে যেন বাড়িতেই। তাই ভালোবাসা দিবসের এই বিশেষদিনে এক রোমান্টিক পোস্ট শেয়ার করলেন অনুষ্কা । যেখানে দেখা যাচ্ছে এক সূর্যাস্তের লগ্নে রোমান্টিক পোজে দাঁড়িয়ে আছেন যুগল। প্রেমময় সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ছবির ক্যাপশনে লিখেছেন ‘ প্রেম দিবস বলে আমাদের কাছে আলাদা করে কিছু না থাকলেও এইরকম একটা দিনে সূর্যাস্তের ছবি তো দেওয়াই যায়। আমার প্রতিদিনের, সারাজীবনের.. তারপরেরও ভ্যালেন্টাইন’।

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

Back to top button