বিনোদন

TRP: এই সপ্তাহে কে হল বেঙ্গল টপার? রইল সেরা দশের তালিকা

টিভির পাশাপাশি মানুষ এখন দীনবের বেশিরভাগ সময় কাটান OTT প্লার্টফর্মে আর সেখানেই নজর রাখেন তাদের পছন্দের ধারবাহিক গুলির উপর। আর সেই ধারবাহিক গুলি প্রতি সপথেই জনপ্রিয়তার নিরিখে লাভ করে রেটিং ,আর সেই রেটিং থেকেই জানা যায় এই মুহূর্তে কোন ধারবাহিক মানুষের মন জয় করছে আর কোন ধারবাহিক মানুষ দেখা বন্ধ করে দিচ্ছে।

এক নজরে দেখুন সেরা দশের তালিকা-

৭.৫ নম্বর পেয়ে অনুরাগের ছোঁয়া জগদ্ধাত্রীকে বেশ অনেকটাই পেছনে ফেলে দিয়েছে।জগদ্ধাত্রী পেয়েছে ৭.০ নম্বর। তৃতীয় স্থানে রয়েছে গৌরী এলো প্রাপ্ত নম্বর ৬.৮। চতুর্থ স্থানে আছে নিম ফুলের মধু প্রাপ্ত নম্বর ৬.৪।

পঞ্চম স্থানে জি বাংলা এবং স্টার জলসা (Star Jalsha) -র দুটি সিরিয়াল। রাঙা বউ এবং বাংলা মিডিয়াম , যৌথভাবে ৬.১ নম্বর পেয়েছে।
ষষ্ঠ স্থানে আছে পঞ্চমী, প্রাপ্ত নম্বর ৫.৪। সপ্তম স্থানে আছে এক্কাদোক্কা ৫.৩ নম্বর পেয়েছে। মেয়েবেলা এবং হরগৌরী পাইস হোটেল সিরিয়াল দুটি অষ্টম স্থানে রয়েছে। দুটি সিরিয়াল পেয়েছে ৪.৭ নম্বর।মিঠাই পেয়েছে ২.৪ নম্বর।অন্যদিকে রামপ্রসাদের প্রাপ্ত নম্বর ৩.২।

Back to top button