২ মাসেই স্লট হারালো জনপ্রিয় এই ধারাবাহিক, অবশেষে স্লট পেল রামপ্রসাদ, জানা গেলো সম্প্রচারের দিনক্ষণ
গত কয়েক মাসের মধ্যে স্টার জলসাতে একাধিক নতুন ধারাবাহিক এসেছে। তবে আবার বেশ কিছু ধারাবাহিক বন্ধ হয়ে গিয়েছে। আবার কিছু কিছু সিরিয়ালের স্লটও পরিবর্তিত হয়েছে। এবার মাত্র ২ মাসের মাথাতেই স্লট হারালো স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘বালি ঝড়’।
নতুন পুরনো প্রায় সব সিরিয়ালকেই কড়া চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে মিঠাই। এর আগে নবাব নন্দিনীও মিঠাইয়ের বিপরীতে টিকতে পারেনি। তবে এবার বালি ঝড়কে সরিয়ে মিঠাইয়ের বিপরীতে জায়গা পেতে চলেছে রামপ্রসাদ। তাহলে কী এবার মিঠাইকে টেক্কা দেবে রামপ্রসাদ? সেটাই এখন দেখার।
গত তিন মাসে রামপ্রসাদের শুধু একটি মাত্র প্রোমো পাওয়া গিয়েছিল। তবে এবার অপেক্ষার অবসান হলো। অবশেষে রামপ্রসাদের সম্প্রচারের দিনক্ষণ জানাল স্টার জলসা। আগামী ১৭ ই এপ্রিল থেকে সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬.০০টার সময় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। বাংলার সর্বাধিক জনপ্রিয় শাক্ত কবি ও সাধক রামপ্রসাদ সেনের জীবন কাহিনীকে কেন্দ্র করে তৈরি এই ভক্তিমূলক ধারাবাহিকটি।
দর্শকরা অনুমান করেছিলেন এই ধারাবাহিকটিকে হয়ত সন্ধ্যা ৭ টার সময় দেওয়া হবে। তবে রামপ্রসাদ স্লট পাওয়াতে খুবই খুশি দর্শকরা। কিন্তু ‘বালি ঝড়’-এর স্লট পরিবর্তনের জন্য অনেকেই দুঃখ পেয়েছেন। লীনা গাঙ্গুলীর নতুন এই ধারাবাহিকটিকে নিয়ে দর্শকদের মনে অনেক আশা ছিল। ‘বালি ঝড়’ সিরিয়ালটিতে খড়কুটো এবং ধুলোকণা সিরিয়ালের অভিনেতা এবং অভিনেত্রীদের মধ্যে অনেকেই ছিলেন। তবুও মিঠাইয়ের বিপরীতে টিকলো স্টার জলসার নতুন এই সিরিয়াল।