বিনোদন

টিআরপিতে অনেক পিছনে, বন্ধের মুখে জি বাংলার এই জনপ্রিয় সিরিয়াল! মাথায় হাত দর্শকদের

তিন মাসের মধ্যেই টিআরপির অভাবে কপাল পুড়লো ‘তোমার খোলা হাওয়া’র। দীর্ঘ সময় বাদে জি বাংলার হাত ধরে আবার বাংলা ধারাবাহিকের পর্দায় ফিরেছিলেন স্বস্তিকা দত্ত এবং শুভঙ্কর সাহা। তবে টিআরপি ছাড়া একটিও সিরিয়াল এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারছে না স্টার জলসা এবং জি বাংলা। কিন্তু জি বাংলার এই নতুন সিরিয়ালের টাইম স্লটটা ঠিক সুবিধের ছিল না প্রথম থেকেই।

আসলে স্টার জলসার অনুরাগের ছোঁয়ার বিপরীতে এখন জি বাংলার কোনও সিরিয়ালকে এগোতে হলে অনেক কসরত করতে হবে। তোমার খোলা হাওয়া কোনওমতেই তার ধারে কাছে আসতে পারছে না। বরং টিআরপির বিশাল ব্যবধানে পিছিয়ে পড়ছে এই ধারাবাহিক। এই সমস্যা দূর করতে নতুন সিরিয়াল আনার কথা ভেবে ফেলেছে জি বাংলা। জানা যাচ্ছে জি বাংলাতে এখন দু-দুটি নতুন সিরিয়াল আসতে চলেছে।

জি বাংলার তরফ থেকে জানানো হয়েছে আগামী ২৭শে মার্চ থেকে রাত সাড়ে ৯ টার সময় ‌ সম্প্রচারিত হবে মুকুট। তাই প্রশ্ন উঠছে তোমার খোলা হাওয়া তাহলে কোথায় যাবে? এই ধারাবাহিক শুরু হয়েছে মাত্র ৩ মাস হয়েছে। টিআরপির অভাবে তিন মাসে সরে যেতে হচ্ছে এই ধারাবাহিককে। জানা যাচ্ছে, জি বাংলার এই ধারাবাহিকটিকে দুপুরের স্লটেই পাঠিয়ে দেওয়া হবে।

প্রথমে অনুমান করা হয়েছিল সোহাগ জল বন্ধ করে সেই জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে সিরিয়ালটিকে। কিন্তু সোহাগ জলের টিআরপি এখন বেশ ভাল। তাই শেষমেষ কপাল পুড়লো তোমার খোলা হাওয়ারই।

Back to top button