বিনোদন

রাতারাতি বন্ধের মুখে জনপ্রিয় এই সিরিয়াল, চ্যানেল বয়কটের হুমকি দিলেন ফ্যানেরা

বর্তমানে বাংলা ধারাবাহিকগুলির ক্ষেত্রে টিআরপি এখন সর্বশেষ কথা। যে সিরিয়ালগুলির টিআরপি খারাপ সেগুলির টাইম স্লট পরিবর্তন অথবা সিরিয়ালগুলি বন্ধ করে দেওয়ার কথা ভাবছে চ্যানেল গুলি। জি বাংলা, স্টার জলসা এবং কালার্স বাংলা, এই তিনটি প্রধান বাংলা চ্যানেল ঘুরলে দেখা যাবে প্রায় সমস্ত সিরিয়ালের মেয়াদ কেবল কয়েক মাসেরই হচ্ছে। ব্যতিক্রম শুধু জি বাংলার মিঠাই।

কিন্তু জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বন্ধ হয়ে যাচ্ছে কালার্স বাংলার ইন্দ্রানী। ইন্দ্রাণী ধারাবাহিকটিকে কালার্স বাংলার সব থেকে জনপ্রিয় সিরিয়াল বলে ধরা হয় এখন। ৮ মাস আগে অঙ্কিতা চক্রবর্তীকে মুখ্য চরিত্রে রেখে শুরু হয়েছিল এই ধারাবাহিকের যাত্রা। ইন্দ্রাণীর এই নতুন ধরনের গল্পটা দর্শকদের বেশ পছন্দ হয়।

যদিও এই সিরিয়াল ৮ মাসের বেশি এগোতে পারবে বলে মনে করছেন না দর্শকরা। স্টার জলসাতে খুব শীঘ্রই আসছে নতুন সিরিয়াল রামকৃষ্ণা। এই নতুন সিরিয়ালের জন্য নাকি ইন্দ্রানী সিরিয়ালের যাত্রা শেষ হয়ে যেতে পারে। এখন দেখা যাচ্ছে রামকৃষ্ণা এসে ছিনিয়ে নিয়েছে ইন্দ্রাণীর স্লট। এই খবর জানাজানি হতেই ইন্দ্রাণীর ভক্তরা খুব রেগে গিয়েছেন। ইন্দ্রানীর ভক্তরা সরাসরি হুমকি দিতে শুরু করেছেন চ্যানেলকে।

তাদের দাবি ধারাবাহিকটি এখানে শেষ করলে, আর কখনও কালার্স বাংলার কোনও সিরিয়াল তারা দেখবেন না। তবে চ্যানেল অবশ্য এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি বলেই জানাচ্ছেন নির্মাতারা।

Back to top button