৮ মাসেই বন্ধের মুখে জনপ্রিয় এই বাংলা ধারাবাহিক, হয়ে গেল অন্তিম শুটিং, মাথায় হাত দর্শকদের
আগে কোনও ধারাবাহিক শুরু হলে সেটা অন্তত তিন চার বছর চলত। সেই মেয়াদ এখন কমতে কমতে কখনও কখনও তিন-চার মাসেও এসে দাঁড়িয়েছে। এবার ৮ মাসের মাথাতেই শেষ হয়ে যাচ্ছে জনপ্রিয় একটি বাংলা ধারাবাহিক। শুক্রবার হয়ে গেল তার অন্তিম শুটিং। টিআরপির দৌড়ে এগিয়ে থাকা ধারাবাহিককেই বন্ধ করে দিচ্ছে কালার্স বাংলা। বন্ধ হয়ে যাচ্ছে দর্শকদের অতি পছন্দের ধারাবাহিক ইন্দ্রানী।
কালার্স বাংলাতে খুব শীঘ্রই আসছে নতুন সিরিয়াল ‘রামকৃষ্ণা’। এই ধারাবাহিকের প্রোমো কিছুদিন আগে প্রকাশ করা হয়েছিল। তবে ‘রামকৃষ্ণা’র আগমনে কপাল পুড়েছে ইন্দ্রানীর। কারণ ইন্দ্রানীকে সরিয়ে সেই জায়গা দেওয়া হবে রামকৃষ্ণাকে। তাই ইন্দ্রানী অন্তিম শুটিং সারলেন সিরিয়ালের কলা-কুশলীরা। শুটিং এর শেষ দিনে স্বাভাবিকভাবেই সকলের মন খারাপ ছিল।
অন্তিম শুটিং এর দিনক্ষণ তো জানা গেল। এবার জানা গেল সিরিয়ালের অন্তিম সম্প্রচারের দিনটাও। আগামী ৯ই এপ্রিল কালার্স বাংলাতে রাত আটটার সময় শেষবারের মত সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। ইন্দ্রানী শুরু হওয়ার পর থেকেই বেশ ভাল টিআরপি পাচ্ছিল। ইন্দ্রানী চ্যানেল টপার থেকেছে বেশ কিছু সময় ধরে।
কিন্তু তাতেও মাত্র কয়েক মাসের মধ্যেই ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার খবরে বেশ মন খারাপ ইন্দ্রানী ভক্তদের। সোশ্যাল মিডিয়াতে চ্যানেলের উপর ক্ষোভ উগড়ে দিচ্ছেন তারা। কেউ কেউ আবার চ্যানেল বয়কটের ডাক দিচ্ছেন।