চুটিয়ে করছেন প্রেম! স্টার জলসার জনপ্রিয় এই জুটি, ফাঁস হয়ে গেল গোপন খবর

প্রিয় তারকা জুটিরা বাস্তবেও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম নজির রয়েছে ভুরি ভুরি। তবে এবার স্টার জলসার ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকের নায়ক এবং নায়িকার প্রেমের খবরে মুখরিত হল টিভি ইন্ডাস্ট্রি। এই সিরিয়ালে নায়ক ও নায়িকা ছিলেন রিজওয়ান রাব্বানি শেখ এবং দেবচন্দ্রিমা সিংহ রায়।
ধারাবাহিক চলাকালীনই শোনা যাচ্ছিল তাদের প্রেমের খবর। তবে দুজনে তাদের সম্পর্কের কথা সবসময় অস্বীকার করে এসেছেন। গত ২৯ শে মার্চ অভিনেত্রী দেবচন্দ্রিমার জন্মদিন ছিল। জন্মদিনে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন রিজওয়ান। অভিনেতা রিজওয়ান শুভেচ্ছা বার্তার সঙ্গে যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেটা নিয়ে জল্পনা বাড়ছে। দেবচন্দ্রিমার সঙ্গে খুবই ঘনিষ্ঠ একটি ছবি পোস্ট করে দেবচন্দ্রিমাকে শুভেচ্ছা জানিয়েছেন রিজওয়ান।
ছবির সঙ্গে ব্যাকগ্রাউন্ডে জন্মদিনের শুভেচ্ছাবার্তার একটি গান জুড়ে দিয়েছেন অভিনেতা। দেবচন্দ্রিমাকে উদ্দেশ্য করে রিজওয়ান লিখেছেন, “শুভ জন্মদিন দেবচন্দ্রিমা, তোমার সব স্বপ্ন সফল হোক।” উত্তরে ধন্যবাদ জানিয়েছেন দেবচন্দ্রিমা এবং একটি লাভ ইমোজি দিয়েছেন কমেন্টে।
এই নতুন রিলস ভিডিও আবার নতুন করে দেবচন্দ্রিমা ও রিজওয়ানের সম্পর্কের জল্পনা বাড়িয়ে দিল। যদিও এর আগে সাক্ষাৎকারে দেবচন্দ্রিমা দাবি করেছিলেন রিজওয়ান এবং তিনি খুব ভাল বন্ধু। তাদের মধ্যে কোনও প্রেম নেই, আর হবেও না।