পুরুষের শরীরের এই দুটি জিনিস মন উথাল-পাতাল করে দেয় সুন্দর অভিনেত্রী দেবাদৃতার
টেলিভিশনের পর্দায় দুটি জনপ্রিয় ধারাবাহিক চ্যানেল হল জী বাংলা আর ষ্টার জলসা। দুটি চ্যানেলের লড়াই আজ থেকে নয় ১০ বছর ধরে এই দুটি চ্যানেলের মধ্যে চলে বিরোধ। কোন ধারাবাহিক কার থেকে কতটা টিআরপি নিয়ে এগিয়ে থাকবে। জী বাংলায় একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল আলো-ছায়া। এটি সকলের একটি প্রিয় ধারাবাহিক ছিল। কিন্তু হঠাৎ করেই ধারাবাহিক বন্ধ হয়ে গেল। অবশ্য এর সঠিক কারণ জানা যায়নি।
এই জনপ্রিয় ধারাবাহিক সম্পর্কে এই ধারাবাহিকের অভিনেত্রী দেবাদৃতা বসু বলেছিলেন যে, এর সিদ্ধান্ত নিয়েছিলেন কর্তৃপক্ষ। তাছাড়া অভিনেত্রীও একটু ব্রেক নেওয়ার কথা ভেবেছিলেন। তার পাশাপাশি অভিনেত্রীর কাছে আরো কাজের অফার এসেছিল। কিন্তু এবারে অভিনেত্রীকে ষ্টার জলসার ‘শ্রীকৃষ্ণ ভক্ত মিরা’ ধারাবাহিকের প্রমোতে দেখা গেল।শীঘ্রই আসছে ‘শ্রীকৃষ্ণ ভক্ত মিরা’।
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল সাইটেও বেশ জনপ্রিয় দেবাদৃতা বসু। প্রায়ই নানা রকম ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঝড় তোলেন এই অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন সকলের প্রিয় জয়ী। তার শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে,সাদা শাড়ি, লাল ব্লাউজ, কপালে লাল টিপ, ঠোঁটে লিপস্টিক। বাড়ির ছাদে খোলা চুলে দাঁড়িয়ে, “হা বোল দো’ গানে লিপ দিচ্ছেন দেবাদৃতা।যা ভাইরাল হয়েছে রীতিমতো।
View this post on Instagram
তবে এবার মনের কথা ফাঁস করলেন অভিনেত্রী দেবাদৃতা। দেবাদৃতা তো বহু মানুষের মনেই রাজত্বের জাল বিছিয়ে রেখেছেন, তবে তাঁর মনের মানুষ কে? সেই উত্তর অবশ্য প্রকাশ্যে আনেননি তিনি। কিন্তু সম্প্রতি মনের গোপন কথা ফাঁস করলেন এই অভিনেত্রী। পুরুষদের কোন জিনসটা সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে এই নিয়ে এবার মুখ খুললেন সকলের প্রিয় আলো।
দেবাদৃতা স্পষ্টই জানান, ছেলেদের ‘গোঁফ আর চোখ’ এই দুটো দেখলেই তাঁর মনের ঘন্টি বেজে উঠে। শুধু তাই নয়, নিজের ক্রাশ কে সেকথাও ফাঁস করেছেন তিনি। দেবাদৃতা বলিউড অভিনেতা আদিত্য রয় কাপুরের প্রেমেই নাকি হাবুডুবু খাচ্ছেন বলে জানিয়েছেন।