বিনোদন

নায়কের চরিত্রে থাকবে বিরাট চমক, ‘ধুলোকণা’র পর এবার জি বাংলায় নতুন রূপে নতুন সিরিয়ালে ফিরছেন মানালি

স্টার জলসার ধুলোকনা ধারাবাহিকটি খুবই জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল। এক সময় এই ধারাবাহিকটি শুধু চ্যানেল টপার নয়, বেঙ্গল টপারও ছিল। লিনা গাঙ্গুলী রচিত ইন্দ্রাশীষ রায় এবং মানালির গল্পটি একটি দুর্দান্ত সাফল্য ছিল। কিন্তু কোনো এক অজানা কারণে হঠাৎ করেই মাঝপথে শেষ হয়ে যায় সিরিজটি।

এরই মধ্যে বলিঝাড় নামে একটি নতুন ধারাবাহিক দিয়ে টেলিভিশনে ফিরেছেন ইন্দ্রাশীষ। তবে টিআরপি না পাওয়ায় দুই মাস পরে এই সিরিজটি বন্ধ করা হয়। অন্যদিকে, মানালিকে বেশ কিছু সময় ধরে পর্দায় দেখা যাচ্ছে না। তবে এবার খবর আবারও নতুন রূপে পর্দায় ফিরবেন এই অভিনেত্রী।

অবশেষে ঘোষণা করা হল নতুন মেগা সিরিজ আসছে জি বাংলার। এই নতুন ধারাবাহিকে চার কন্যার গল্প বলা হয়েছে। মানালি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মানালি ছাড়াও অন্যান্য চরিত্রে থাকবেন স্নেহা চ্যাটার্জি এবং বাসবদত্ত চ্যাটার্জি। উল্লেখ্য, স্নেহার শেষ উপস্থিতি ছিল রাহুল-রুকমার লালকুঠি সিরিজে।

নতুন ইমেজে সিরিজের পর্দায় ফিরবেন স্নেহা। এছাড়াও প্রায় তিন বছর পর জি বাংলার নতুন ধারাবাহিক দিয়ে দর্শকদের মাঝে ফিরবেন বাসদত্ত।ধারাবাহিকের নায়ক হবেন জনপ্রিয় অভিনেতা, তবে তার পরিচয় জানা যায়নি। আগামী জুনে সিরিজটির শুটিং শুরু হবে।

Back to top button