বিনোদন

‘অনুরাগের ছোয়া’-য় হতে চলেছে বড় বদল! সোনা -রুপার চরিত্রে আসছে দুই জনপ্রিয় অভিনেত্রী!

বর্তমানে বাংলা বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বাংলা ধারাবাহিক। বিভিন্ন ধারাবাহিক বিভিন্ন জনের কাছে ভীষণ প্রিয় হয়ে উঠেছে। আর তাই সন্ধ্যা নামলেই নিজের পছন্দের সিরিয়ালটি দেখতে টিভির সামনে বসে পরে বাড়ির মহিলারা। তারই সাথে ধারাবাহিকগুলিকে টিআরপির তালিকায় ভালো ফল করতেই হবে, তা না হলেও অকালে সরে যেতে হবে টিভির পর্দা থেকে।

বর্তমানে জনপ্রিয় ধারাবাহিকটি হল ষ্টার জলসার অনুরাগের ছোয়া।জনপ্রিয়তার সাথে সাথে টিআরপির তালিকাতেও শীর্ষ স্থান ধরে রেখেছে এই ধারাবাহিকটি। কিন্তু এতো জনপ্রিয় হওয়ার সত্ত্বেও ধারাবাহিকটি দীর্ঘদিন ধরে একই ট্র্যাকে চলা এবং সুদিপার মিল না দেখানোর কারণে অভিযোগ রয়েছে ভক্তদের। তবে ভক্তদের মন কিভাবে জয় করতে হয় তা নির্মাতারা খুব ভালো করেই জানেন। তাই এবার ধারাবাহিকে জনপ্রিয় দুটি ক্ষুদে চরিত্র সোনা ও রূপাকে নিয়ে আসছে নতুন টুইস্ট।

ধারাবাহিকের ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন ধারাবাহিক লিপ নিয়েছে।সম্প্রতি অনুরাগের ছোঁয়া, মিঠাই, গুড্ডি একাধিক ধারাবাহিকে লিপ নিতে দেখা গিয়েছে ।জানা যাচ্ছে ফের একবার লিপ নিতে চলেছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি।জানা যাচ্ছে, সোনা আর রূপার চরিত্রে আসতে চলেছে ছোট পর্দার দুই জনপ্রিয় অভিনেত্রী।

সোনার চরিত্রে আসছেন অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু ও রূপার চরিত্রে আসছেন অভিনেত্রী অন্বেষা হাজরা। বর্তমানে ‘মিঠাই’ ধারাবাহিকে দেখা যাচ্ছে সৌমীতৃষাকে। আর মিঠাইয়ের জনপ্রিয়তা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। তা সত্ত্বেও চলতি মাসে ধারাবাহিকটি বন্ধ হয়ে যাওয়ায় খবরে দুঃখিত ভক্তরা। আর অন্যদিকে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক শেষ হওয়ার পর আর অন্য কোথাও দেখা যায়নি অভিনেত্রী অন্বেষা হাজরাকে।

উল্লেখ্য, এখনও এই বিষয়ে অফিসিয়াল কোনো তথ্য সামনে আসেনি। এটি শুধুমাত্র ভক্তদের ডিমান্ড আর কিছু নয়। তবে এবার সোনা -রুপার চরিত্রে নির্মাতারা কাদেরকে নিয়ে আসবে সেটাই এখন দেখার বিষয়।

Back to top button