বিনোদন

সোজা ইংরেজি বানান লিখতেও ভুল! শুভশ্রীকে নিয়ে ট্রোল চলছে নেট দুনিয়ায়

বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির সবথেকে সফলতম অভিনেত্রী হলেন ‘শুভশ্রী গাঙ্গুলী’। গত বছর একের পর এক হিট ছবির মাধ্যমে বেশ ভালই জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তবে কিছুদিন আগেই ওয়েব সিরিজের জগতে পদার্পন করেছেন শুভশ্রী। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ নামক সিরিজের মাধ্যমে এখনো পর্যন্ত জনপ্রিয়তা কুড়িয়ে আসছেন অভিনেত্রী। এটাই তার প্রথম ওয়েব সিরিজ। এই প্রথম ওয়েব সিরিজে পা দিতেই সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছেন তিনি। তবে এতকিছুর পরেও তাকে নানান সময় নানান কটাক্ষ শুনতে হয়।

ইংরেজি বানান লিখতে ভুল করে বসলেন অভিনেত্রী। কাজেই এই ভুলের জন্য তাকে সোশ্যাল মিডিয়ায় চরম অপমানিত হতে হচ্ছে। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ নামক ওয়েব সিরিজের সাফল্যের কারণে সম্প্রতি একটি সাকসেস পার্টির আয়োজন করা হয়েছিল। সেই সাকসেস পার্টিতে অভিনেত্রী শুভশ্রীসহ সিরিজের বাকি কলাকুশলীরাও উপস্থিত ছিলেন। সেই ছবিটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন অভিনেত্রী নিজেই। এরপর ছবির ক্যাপশন লিখতে গিয়ে সাকসেস বানানটাই ভুল লিখলেন তিনি।

ব্যাস এরপরেই ভুল ইংরেজি বলার জন্য একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে তার দিকে। যদিও এবার ট্রোলিংয়ের জবাব দেননি অভিনেত্রী। শুভশ্রীকে এদিন ভুল বানান লিখতে দেখে কেউ লিখলেন, “সাকসেসের মত সহজ বানানটাও লিখতে জানেন না!” আবার কেউ তাকে ইংরেজি গ্রামারটা ঠিকমত পড়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, কেরিয়ারের প্রথম ওয়েব সিরিজ দিয়েই সাফল্য অর্জন করে নিয়েছেন শুভশ্রী। এই ওয়েব সিরিজের গল্পে দেশভাগের যন্ত্রণা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট রয়েছে। তাছাড়া শুভশ্রীর অসাধারণ অভিনয় মন জয় করে নিয়েছে সকলের।

Back to top button