বাকি নায়িকাদের নিখুঁত অভিনয়ের মাধ্যমে টেক্কা দিচ্ছে মেয়েবেলার টিকলি! জেনেনিন তাঁর আসল পরিচয়
বর্তমানে ষ্টার জলসার নতুন ধারাবাহিকগুলির মধ্যে একটি হল ‘মেয়েবেলা’। খুব কম সময়ের মধ্যেই এই ধারাবাহিকটি জনপ্রিয় হয়ে উঠেছে। গল্পের এক একটি চরিত্র যেমন মৌ, বীথি, ডোডো, টিকলিরা সকলেই দর্শকদের খুবই প্রিয় হয়ে উঠেছে। মেয়েদের জীবন সংগ্রাম নিয়ে তৈরি হওয়া এই সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করছেন রূপা গাঙ্গুলী, স্বীকৃতি মজুমদার এবং অর্পণ ঘোষাল।তবে এনাদের মাঝেও পারব চরিত্রে অভিনয় করে সবাইকে চমকে দিয়েছে অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্য।
ধারাবাহিকের নিয়মিত দর্শকরা টিকলিকে খুব ভালোভাবেই চেনেন।ধারাবাহিকের ট্র্যাক এখন তাঁর দিকে।টিকলির এই চরিত্রে অভিনয় করছে শ্রেয়া।‘মেয়েবেলা’র নিয়মিত দর্শকরা জানেন, ৭ বছর বয়সে টিকলি তাঁর পিসেমশাইয়ের কাছে লাঞ্ছনার শিকার হয়েছিল।
এক দোলের দিন ছোট্ট টিকলির সঙ্গে এই ঘৃণ্য কাজটি করেছিল তাঁর বড় পিসেমশাই। সেই দিনের কথা এখনো ভুলতে পারেনি টিকলি । যদিও থেরাপির মাধ্যমে মৌ তাঁর মন থেকে অনেকখানি ভয় বের করেছে। থেরাপির সাথে মৌকে টিকলি সেদিনকার ঘটনার কথা বলছিল, তখন সেই চরিত্রের মধ্যে জমে থাকা কষ্ট, ভয়, যন্ত্রণা অত্যন্ত নিখুঁতভাবে ছোট পর্দায় ফুটিয়ে তুলেছিল শ্রেয়া। তাঁর এই অভিনয় দর্শকদের খবই পছন্দ হয়েছিল।
‘মেয়েবেলা’র টিকলি তথা শ্রেয়া অত্যন্ত বড় মাপের একজন অভিনেত্রী। তাঁর জন্ম এবং বেড়ে ওঠা কলকাতাতেই। গোখলে মেমোরিয়াল গার্লস স্কুল থেকে পড়াশোনা করেছেন শ্রেয়া। স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এরপর ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখেন তিনি। পাশাপাশি বাংলা সিনেমাতেও কাজ করেছেন শ্রেয়া।
সিনেমা এবং সিরিজে অভিনয়ের পর এখন স্টার জলসার ‘মেয়েবেলা’ ধারাবাহিকে টিকলির চরিত্রে অভিনয় করছে শ্রেয়া। একজন মেধাবী, স্বাধীনচেতা মেয় টিকলি।কিন্তু খুব অল্প বয়সেই তাঁর জীবনের সাথে হয়ে গিয়েছে এক যন্ত্রণাদায়ক ঘটনা। এই সবটাই অত্যন্ত দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলছেন শ্রেয়া, নিজের নিখুঁত অভিনয়ের মাধ্যমে সকল দর্শকের মন জয় করে নিয়েছে এই অভিনেত্রী।