বিনোদন

শুটিং ফ্লোরেই প্রেম, বাগদানের পর ভেঙেছে সম্পর্ক, জেনেনিন ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকার ‘প্রাক্তন’-এর পরিচয়

দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন হলেন রশ্মিকা মান্দানা। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দনাকে আলাদা করে চিনিয়ে দেওয়ার প্রয়োজন হয় না। নিজের অসাধারন ভঙ্গিমায় হাজারো ভক্তদের মন জয় করে নিয়েছেন এই এক্সপ্রেশন কুইন। তবে তার বেশ কিছুদিন আগেই তিনি পেয়েছিলেন জাতীয় ক্রাশের তকমা। বর্তমানে তিনি এখন তামিল ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী।

তবে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে রয়েছে অনেক জল্পনা। বহু পুরুষের হার্টথ্রব অভিনেত্রী রশ্মিকার সঙ্গে দক্ষিণের একাধিক নায়কের নাম জড়িয়েছে। তবে আপনি কি জানেন এদের মধ্যে এক নায়কের সঙ্গে বিয়ের স্বপ্ন দেখে ফেলেছিলেন অভিনেত্রী? গতকাল ছিল অভিনেত্রীর জন্মদিন। রশ্মিকার বয়স এখন ২৭ বছর। তবে মাত্র ২১ বছর বয়সে তিনি রক্ষিত শেট্টি নামের এক দক্ষিণী নায়ককে বিয়ে করতে চেয়েছিলেন।

গত বছর মুক্তি পেয়েছিল ‘777 চার্লি’ সিনেমা। এই ছবির অভিনেতাই ছিলেন অভিনেত্রী রশ্মিকার প্রথম প্রেমিক। শোনা যায় তাদের দুজনের নাকি বাগদান হয়ে গিয়েছিল। তারপরেও ভেঙে যায় তাদের বিয়ে। রশ্মিকা জাতীয় প্রতিযোগিতায় অংশ নেন এবং সরাসরি লাইমলাইটে চলে আসেন। তার ছবি দেখে নির্মাতারা মুগ্ধ হয়ে যান। এরপরেই তার হাতে ছবির সুযোগ আসে। ২০১৬ সালে ‘করিক পার্টি’ সিনেমার হাত ধরে তিনি অভিনয় জগতে পা রাখেন। এই ছবিতে রশ্মিকার বিপরীতে ছিলেন রক্ষিত।

রোমান্টিক কমেডি ধর্মী এই ছবির শুটিংয়েই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুজনে। এরপরেই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তারা বাগদানের অনুষ্ঠানও সেরে ফেলেছিলেন। তখন অভিনেত্রী রশ্মিকার বয়স ছিল ২১ বছর এবং অভিনেতা রক্ষিতের বয়স ছিল ৩৪ বছর। কিন্তু এক বছরের মধ্যেই রশ্মিকা এই বিয়ে ভেঙে দেন। বিয়ে ভেঙে যাওয়ার প্রসঙ্গে অভিনেত্রীর মা জানিয়েছিলেন দুই পরিবারের মধ্যে ঠিকঠাক মিল হচ্ছিল না। তাই তারা আলাদা হয়ে যাওয়ারই সিদ্ধান্ত নেন।

Back to top button