মিঠাইয়ের জায়গা কেড়ে নিতে আসছে এই সিরিয়াল! জেনেনিন ফুলকি ধারাবাহিকের নায়িকার আসল পরিচয়
জি বাংলার জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে একটি হল ‘মিঠাই’। প্রথম দিন থেকেই দর্শকদের বেশ কাছের হয়ে উঠেছে এই ধারাবাহিকটি। একটা সময় টানা ৫৬ সপ্তাহ ধরে সেরার সেরা ধারাবাহিক ছিল এই ‛মিঠাই’ সিরিয়াল। তবে টিআরপি কমলেও জি বাংলার এই সিরিয়ালের জনপ্রিয়তা কমেনি। বিগত প্রায় দুই বছর ধরে এই সিরিয়াল চলছে। জি বাংলার এটিই সবথেকে পুরোনো সিরিয়াল। তবে যার শুরু আছে তার শেষও আছে। এক সূত্র থেকে জানা গেছে এপ্রিল মাসেই মিঠাইয়ের অন্তিম ঘন্টা বাজতে চলেছে।
শোনা যাচ্ছে মিঠাই এর জায়গা নিতে জি বাংলায় আসছে নতুন একটি সিরিয়াল। সেই ধারাবাহিকের নাম ফুলকি। তবে এই নতুন ধারাবাহিকের নায়িকা একেবারেই নতুন। তাকে আগে কখনও পর্দায় দেখেনি দর্শকরা। কাজেই জি বাংলার এই নতুন ধারাবাহিক সম্পর্কে দর্শকদের আগ্রহ বাড়ছে। সকলে ‘ফুলকি’ সিরিয়ালের নায়িকার পরিচয় জানতে চান। জি বাংলার এই নতুন ধারাবাহিকের নায়িকার নাম দিব্যানী মন্ডল। আপাতত তার পেশা হল মডেলিং। কিন্তু এবার মডেলিং থেকে অভিনেত্রী হওয়ার দৌড়ে সামিল হলেন দিব্যানী। তবে এই ধারাবাহিকের নায়িকা নতুন হলেও নায়ক কিন্তু পূর্ব পরিচিত।
নতুন এই ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সোমরাজ মাইতিকে। এই অভিনেতাকে এর আগেও একাধিক সিরিয়ালে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। সম্প্রতি জি বাংলার তরফ থেকে প্রকাশিত প্রথম প্রোমো থেকে জানা গিয়েছে, নায়িকা একজন মেয়ে হয়েও বক্সিংয়ে ছেলেদের টেক্কা দেয়। প্রাইজ মানি হিসেবে ১০ হাজার টাকা জেতার জন্য সে বক্সিং কম্পিটিশনে নাম দেয়। সে এই টাকা দিয়ে তার মায়ের ডায়ালাইসিস করতে চায়। তবে যদিও বক্সিংয়ের কয়েকজন প্রতিযোগী তার শরীরের অবস্থা দেখে তাকে কটাক্ষ করে বলে, ‘‘বক্সিং করতে গেলে গায়ের জোর লাগে। ফু দিলেই তো উড়ে যাবি।”
ফুলকি তাদের কড়া জবাব দিয়ে বলে, “গায়ের জোরে সবটা হয় না। স্বপ্ন আর জেদটাই আসল। একদিন আমি এই চেহারাতেই বক্সিং লড়ে দেখিয়ে দেব।” আর মাত্র কিছুদিন পরই মিঠাইয়ের জায়গায় ফুলকি সম্প্রচারিত হতে পারে বলে অনুমান করা হচ্ছে।