কোমর চিকন করে নিতম্বের আকার বড় করতে গিয়ে মারা গেলেন জনপ্রিয় মডেল

সকলেই চায় নিজেকে আকর্শনীয় করে রাখতে। নিজেকে অন্যের সামনে স্মার্টলি উপস্থাপন করতে বিশেষ করে যারা শোবিজ দুনিয়ায় কাজ করেন তারা সবসময় নিজেদের ফিটনেস ও ফিগার নিয়ে থাকেন সচেতন। আর অনেকেই বেশি সচেতন হতে গিয়েই পরে যান বিপদে।
সম্প্রতি এমনি বিপদের শিকার হলেন জনপ্রিয় মেক্সিকান মডেল জসলিন ক্যানো। এই ম্পিডেল নিজের কোমরকে আরও বেশি সৃদৃশ্য করতে গিয়েই অকালে প্রাণ হারিয়ে ফেললেন। মাত্র ২৯ বছর বয়সেই তার মৃত্যু হয়। বেশকিছু আন্তর্জাতিক মিডিয়ার খবর অনুযায়ী মেক্সিকোর জনপ্রিয় এই মডেল নিজেকে সুন্দরী ও আবেদনময়ী করার জন্য কোমরের নিচের অংশ অর্থাৎ নিতম্বের অপারেশন করিয়েছিলেন যার দায় তাকে মেটাতে হলো প্রাণ বিসর্জন দিয়ে।
প্রসঙ্গত, ২০০৮ সালে মডেল ও ফ্যাশন ডিজাইনার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন জসলিন। তিনি সোশ্যাল মিডিয়াতে ছিলেন বেশ জনপ্রিয়। তার সুন্দর চেহারা ঝড় তুলেছিল বহু পুরুষ মনে। তিনি আমেরিকান মডেল কিম কার্দিশিয়ানকে নিজের আইডল বলে মনে করতেন তাই তিনি কিম কার্দেশিয়ানের মতো সরু কোমর ও নিতম্বের অধিকারিণী হওয়ার প্রচেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সৌন্দর্য্যের বন্ধনই তার কাল হয়ে দাঁড়ালো।
১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আনাহেইমে জন্মগ্রহণ করেছিলেন জসলিন ক্যানো। তিনি মডেল হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন। সোশ্যাল মিডিয়াতেও তার ব্যাপক প্রভাব ছিল। ইনস্টাগ্রামে তার ১ কোটি ৩০ লাখের বেশি অনুসারী ছিল। মডেলিংয়ের পাশাপাশি তিনি একজন ফ্যাশন ডিজাইনার হিসেবেও কাজ করতেন।