যে কারণে বিয়ে হয়নি ‘বাহুবলী’ তারকা প্রভাসের, ফ্যানেরা জেনেনিন সেই কারণ
দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার প্রভাস। পুরো বিশ্বে তার ভক্তের সংখ্যা অগণিত। প্রিয় তারকার জীবন নিয়ে ভক্তদের কৌতুহলের কমতি নেই। ‘বাহুবলী’ ছবির তারকা প্রভাসকে নিয়েও তার অনুরাগীদের অনেক কৌতুহল। প্রিয় তারকার প্রেম ও বিয়ে নিয়েও অনেক আগ্রহী তারা।
আসন্ন ‘রাধে শ্যাম’ সিনেমায় একজন গণকের চরিত্রে দেখা যাবে প্রভাসকে। মহাকাব্যিক প্রেমের সম্পর্ক নিয়েই তার সিনেমাটি। ছবিতে দেখা যাবে বিয়ে নিয়ে প্রভাসের গণনা ভুল হয়।
রিল লাইফের ভবিষ্যদ্বাণী ভুল হলেও বাস্তব জীবনে কবে বিয়ে করছেন? সিনেমার দ্বিতীয় ট্রেলার লঞ্চ হওয়ার অনুষ্ঠানে এমন প্রশ্নের মুখোমুখি হন অভিনেতা। তিনি এর জবাব দিয়েছেন বেশ মজা করেই।
অভিনেতা বলেন, ‘প্রেম সম্পর্কে আমার ধারণা ভুল হয়েছিল। সে কারণেই আমি বিয়ে করিনি।’
প্রভাস আরও জানান, ‘বাকি সবার মায়েদের মতো আমার মা চেয়েছেন বারবার তার ছেলে বিয়ে করুক। সন্তান জন্ম দিক। বিয়ে নিয়ে সর্বদাই আমার বাড়িতে কথোপকথন হয়। মা আমাকে বিয়ে নিয়ে ভাবতে বলেন। ‘বাহুবলী’র সময় আমি তাকে বলেছিলাম সিনেমাটি শেষ করে বিয়ে করবো।
কিন্তু ‘বাহুবলী’র পর বিয়ে হয়নি। কারণ আমার জীবনে পছন্দের কেউ নেই। যাকে আমি বিয়ে করবো। তাই মাকে বলেছি আমাকে বিয়ের জন্য চাপ না দিতে। আমি বিয়ে করে সংসারী হতে চাই। কিন্তু এটি তখনই ঘটবে যখন সঠিক সময় হবে।’