Viral: বৌদিমণি তোর্সার সঙ্গে দুর্দান্ত নাচ করলেন মিঠাই! ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায়
চলতি বছরের প্রথম দিকে টিভির পর্দায় এসেছে ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিক। আর তারপর থেকে রীতিমতো একের পর দূর্দান্ত ট্যুইষ্ট দিয়ে ছক্কা হাকিয়ে চলেছে এই সিরিয়াল। আপাতত বাংলা সিরিয়ালের মধ্যে অধিক জনপ্রিয় তথা টিআরপি র শীর্ষে থাকা সিরিয়াল হল ‘মিঠাই’। একের পর এক টুইস্ট থাকায় এই সিরিয়াল (Serial) রীতিমতো এখন জনপ্রিয়তার তুঙ্গে। দুস্টু-মিষ্টি মিঠাইয়ের সঙ্গে রাগী উচ্ছে বাবুর ভালোবাসায় ভরা সম্পর্ক রীতিমতো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে দর্শকরা।
এই সিরিয়ালে মিঠাইকে (Mithai) মানুষ যতটা পছন্দ করে ততটাই অপছন্দ করে তোর্সাকে। আর তাঁর কারণ হল তাঁর ব্যবহার। এমনকি মিঠাইয়ের প্রতি তাঁর ক্ষোভ। ধারাবাহিকে মিঠাইয়ের সঙ্গে তাঁর আধায়-কাঁচকলায় সম্পর্ক। সিডের (Sid) সঙ্গে মিঠাইয়ের (Mithai) সম্পর্ক ভাঙারও অনেকবারই চেষ্টা করেছে টেস বুড়ি। কিন্তু কোনোবারই তা সফল হয়না। এমনকি এখন মোদক পরিবারের বউ হয়ে আসার পরও মিঠাইকে জব্দ করতে একের পর এক কান্ড ঘটিয়ে চলেছে সে।
তবে, এ তো গেল অনস্কিন সম্পর্ক। অফস্কিন সম্পর্ক কিন্তু অনেকটাই অন্যরকম সৌমিতৃষা (Soumitrisa) ও তন্বীর (Tonni) মধ্যে। তাঁরা দুজনেই একে অপরের খুব ভালো বন্ধু। মাঝে মধ্যেই সময়-সুযোগ পেলেই কোয়ালিটি টাইম কাটায় দুজনেই। এমনকি একসঙ্গে খেতেও যায়। পাশাপাশি শ্যুটিং ফ্লোরে একসঙ্গে মাতেন রিল ভিডিওতে। সম্প্রতি ফের একবার তাঁদের দেখা গেল রিল ভিডিওতে মজতে।
যদিও ভিডিওটি অনেক আগের। কিন্তু ফের আবারও নতুন করে ভাইরাল হয়েছে তাঁদের এই রিল ভিডিও। ‘kehta hai mann kahin’ গানে নাচতে দেখা যাচ্ছে দুজনকে। মিঠাইয়ের পরণে রয়েছে সবুজ ও গোলাপী কম্বিনেশনের শাড়ি। আর তোর্সার পরণে রয়েছে হালকা গোলাপি রঙের স্টাইলিশ শাড়ি। সম্প্রতি ‘সৌমিতৃষা সিদাই ওয়াল্ড’ নামের একটি ইন্সট্রাগ্রাম (Instagram) পেজ থেকে ভিডিওটি (Video) ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে।
View this post on Instagram