KKR-এর এই ক্রিকেটার হলেন সুপারস্টার গোবিন্দার জামাই, জেনেনিন তার পরিচয়
বলিউডের একাধিক সুন্দরী দেশি-বিদেশি ক্রিকেটারের প্রেমে পড়েছেন এবং বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছেন। এবার ফের বলিউডের সঙ্গে ক্রিকেটের এমনই এক সম্পর্ক পাওয়া গেল। যার নেপথ্যে রয়েছে গোবিন্দার পরিবার।
আইপিএলের দ্বিতীয় ম্যাচে কেকেআরের হয়ে নেতৃত্ব দিয়েছেন নীতিশ রানা। ২০১৮ সাল থেকে নাইট রাইডার্সে খেলছেন নীতীশ। ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলেন বাঁ-হাতি ব্যাটার। জাতীয় দলের হয়েও একটি ওডিআই এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন রানা। সম্পর্কে তিনি বলিউড অভিনেতা গোবিন্দার জামাই। কয়েক মাস আগে এক টেলিভিশন শোয়ে গোবিন্দার ভাইপো কৃষ্ণ অভিষেক সেই সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন। নীতীশ রানার স্ত্রী সাঁচি মারওয়া হলেন কৃষ্ণ অভিষেকের বোন। সম্পর্কে তিনি নীতিশ রানার শ্যালক। সাঁচি গোবিন্দার ভাইজি। তাই নীতিশ হলেন তার জামাই।
শাহরুখ খানের দল নাইট রাইডার্স নতুন নেতার হাত ধরে আইপিএলের ছন্দে ফেরে কিনা তা তো সময়ই বলবে। ২০১৬ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে নীতিশ রানার অভিষেক হয়েছিল। ২০১৭ সালে তিনি মিডিল অর্ডারে ১২ ইনিংসে ৩৩৩ রান করেছিলেন। এরমধ্যে বেশ কিছু ম্যাচ জিতেও গিয়েছিল। ২০১৮ সালে আইপিএলের নিলামে কেকেআর ৮ কোটি টাকা দিয়ে তাকে কিনে নেয়।
নীতিশ রানার এখনও পর্যন্ত আইপিএলে ৯১ ম্যাচে ২৭ গড়ে ১৩৪ স্ট্রাইক রেটে ২১৮১ রান রয়েছে। কিছুদিন আগে তিনি সৈয়দ মোস্তাক আলি ট্রফিতে দিল্লির হয়ে অধিনায়কত্ব করেছিলেন। ১২ টি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি, যার মধ্যে ৮টির জয় হয়েছে এবং ৪টি হেরে গিয়েছে তার দল।