আসছে ‘চিনি টু’, ভক্তদের এক বিরাট সুখবর দিলেন মধুমিতা!

বাংলা ইন্ডাস্ট্রির এক সুপরিচিত মুখ ‘মধুমিতা সরকার’। ছোটখাটো ধারাবাহিকের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু। এরপর আস্তে আস্তে বড় পর্দা ওটিটি প্ল্যাটফর্ম সবকিছুতেই পদার্পণ করেন মধুমিতা। করোনাকালীন পরিস্থিতিতে মুক্তি পেয়েছিল মধুমিতা অভিনীত ‘চিনি’। তবে ‘চিনি’ ছবি বক্স অফিসে সাফল্য লাভ করলেও, এই ছবি কতটা ভালো তা নিয়ে সংশয় আছে দর্শকদের।
তবে এরই মধ্যে ওই ছবির পরিচালক মৈনাক ভৌমিক জানায়, খুব শীঘ্রই তিনি ‘চিনি টু’ আনতে চলেছেন। চিনি ছবিতে মা ও মেয়ের এক অপূর্ব কাহিনী নিয়ে তৈরি হয়েছিল সিনেমার পটভূমি। তবে চিনি টু-তে তবে কি হবে, তা এখনও স্পষ্ট নয়।
গত ১৪ই মার্চ ব্যাপক ভাইরাল হয়েছে চিনি টু-এর মোশন পোস্টার। ফিল্মের শুভ মহরত হয়েছিল ওই দিনে। উপস্থিত ছিলেন অপরাজিতা, মধুমিতা, অনির্বাণ সহ আরো অন্যান্যরা কুশলীরা।
মার্চেই শুরু হচ্ছে এই ছবির শুটিং। এই ছবিতে সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছে প্রসেনে দলবল এবং সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন ‘মধুরা পালিত’।